প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২১:৫৯
বৃটিশ-বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ
বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দল নয়
--------ডা. সরকার মাহবুব আহমেদ শামীম

বৃটিশ-বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের অ্যাম্বাসেডর প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, বিএনপি দেশের মানুষের জন্যে অপরিহার্য দল। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে বলে আমরা বিশ্বাস করি।
|আরো খবর
বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দল নয়। তাই শোডাউন করে জনগণের ভোগান্তি সৃষ্টি করা যাবে না।
কারো কারণে দলের সুনাম নষ্ট হলে এক বিন্দু ছাড় দেয়া হবে না। কেউ সংগঠনবিরোধী কাজে জড়াবেন না। 'আর্ত মানবতার সেবায় অঙ্গীকারাবদ্ধ' এ শ্লোগনে রোববার (৬ এপ্রিল ২০২৫) দুপুরে মতলব উত্তর উপজেলার কালিরবাজারে বৃটিশ-বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সাবেক ছাত্র নেতা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃটিশ-বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি আসাদুজ্জামান শাহেদ, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাড. মফিজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন ও সাবেক ছাত্রনেতা জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি জাহিদ হোসেন।
অনুষ্ঠান শেষে তিন শতাধিক গরিব অসহায় ও দুঃস্থের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।