রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১৭:৪৩

নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চাঁবিপ্রবির মানববন্ধন

স্টাফ রিপোর্টার
নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চাঁবিপ্রবির মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের নিন্দা এবং ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)।বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) বেলা ১২টার সময় চাঁবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ সকলেই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস (চাঁদপুর সদর খুলিশাডুলি ওয়াপদা গেইট) এলাকা ইসরায়েলবিরোধী স্লোগানে মুখর হয়ে উঠে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 'স্টপ জেনোসাইড ইন গাজা'-এর ব্যানারে ফিলিস্তিনের পক্ষে সংক্ষিপ্ত সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে সকাল থেকেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। তারা ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন।

চাঁবিপ্রবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বলেন, ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ডে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অভ্যুদয় ঘোষণার মাধ্যমে সেদিন সন্ত্রাসবাদের এক অন্যতম কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়েছিল। সাত দশক পেরিয়ে এর সন্ত্রাসবাদী কার্যকলাপ আজও পূর্ণমাত্রায় চলমান। মানবতার ফেরিওয়ালারা আজ কোথায়?

চাঁবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বাইজীদ আহম্মেদ রনি বলেন, ‘তথাকথিত মানবতার ফেরিওয়ালা, মানবাধিকার নিয়ে কথা বলা বিশ্ব মোড়লদের প্রত্যক্ষ মদদে ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ড গাজায় সংঘটিত হচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ ফিলিস্তিন তথা গাঁজাবাসীর জন্যে করতে চাই। এই বর্বর ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সবার দাঁড়ানো উচিত। ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে ঢুকবে না। বিশ্বের কোনো মুসলিম ইসরায়েল পণ্য ব্যবহার করবে না, এই একটা বিষয়ে যদি মুসলিমবিশ্ব এক হতে পারি, তাহলে আমার বিশ্বাস, রাতারাতি প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সেই ভ্রাতৃত্বে অনেক ঘাটতি রয়েছে। আবার সময় এসেছে, আমরা সবাই এক হই। এই রেজিমের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হয়ে যুদ্ধ করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তাফিজ আহমেদ বলেন, চাঁবিপ্রবির পক্ষ থেকে আমরা সম্মিলিতভাবে ফিলিস্তিনের নিপীড়িত ভাইবোনদের প্রতি সংহতি এবং বর্বর ইসরায়েলি আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি।

এছাড়াও সম্মানিত অন্যান্য শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। সবশেষে নিপীড়িত ফিলিস্তিনবাসীর মুক্তির দাবিতে র‍্যালি বের করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়