প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৫:৫১
ফিলিস্তিন ইস্যুতে চাঁদপুর জেলা হেযবুত তওহীদের পথসভা ও র্যালি

ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে চাঁদপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে ২০২৫ (শনিবার) সকাল দশটায় র্যালিটি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়
|আরো খবর
থেকে শুরু হয়ে চাঁদপুর বাসস্ট্যান্ড, ইলিশ চত্বর, চাঁদপুর সরকারি কলেজ, রাজু চত্বর, কালীবাড়ি ও পালবাজার হয়ে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এসে র্যালীটি পথসভায় রূপ নেয়।
চাঁদপুর জেলা হেযবুত তওহীদের প্রচার সম্পাদক তোফায়েল হোসেন মোহনের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের আমির মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, আমরা যদি দাজ্জালের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর হুকুমে ঐক্যবদ্ধ না হই তবে আমাদের অবস্থাও হবে ফিলিস্তিনের মত। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কালেমা তওহীদের ওপরে। গত ৩০ বছর থেকে আমরা মানব জাতিকে এই আহ্বান করে যাচ্ছি। কিন্তু এক শ্রেণীর ধর্মান্ধ এবং ধর্মব্যবসায়ী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। আপনারা তাদের গুজবে কান না দিয়ে হেযবুত তওহীদের সাথে ঐক্যবদ্ধ হন।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি হোসনে মোবারক আজাদ। তিনি বলেন, ফিলিস্তিনসহ গোটা বিশ্বে মুসলিম জাতির এই করুণ দুর্দশার পিছনে দায়ী দাজ্জাল। ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতাই হচ্ছে রাসুলুল্লাহ (স.) কর্তৃক বর্ণিত সেই এক চক্ষু বিশিষ্ট দাজ্জাল। আজকে মুসলিম জাতি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে দাজ্জালের তৈরিকৃত জীবন ব্যবস্থাগ্রহণ করার ফলেই মুসলমানের এই করুণ দুর্দশা। এই সংকট থেকে মুক্তি পেতে হলে মুসলিম জাতিসহ বিশ্বের সকল মানুষকে অতি দ্রুত এক কালিমার ওপর ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতী সন্তান, বিশিষ্ট সাংবাদিক জিল্লুর রহমান মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা চাঁদপুরে শত শত প্রোগ্রাম করেছি। পিডিভিডি, প্রজেক্টর, পথসভা, জনসভা এবং র্যালি করেছি। 'এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ', 'সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা', 'দাজ্জাল ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা' এমন নানা স্লোগানে আমরা চাঁদপুরে শত শত প্রোগ্রাম করেছি হাজার হাজার সব শ্রেণীর মানুষের সাথে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন হোসেন, সদর থানা সভাপতি সামসুদ্দিন মুরাদ, হাজীগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, শাহরাস্তি থানা সভাপতি মো. মাহবুব আলম, কচুয়া থানা সভাপতি মো. মিজানুর রহমান সহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কয়েক শতাধিক নেতা।
এ সময় পথসভায় আগত সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম জাতির করণীয় বিষয়ে জনসচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ ও হ্যান্ডমাইকে জঙ্গিবাদ বিরোধী শ্লোগান এবং জাতিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান নেতা- কর্মীরা।