প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২১:৩৯
মতলব উত্তরে শহীদ জিয়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা!

মতলব উত্তরে শহীদ জিয়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হলেন বিএনপি থেকে আজীবনের জন্যে বহিষ্কৃত নেতা নূরুল হক সরকার ওরফে নূরু সিআইডি।
মতলব উত্তরে ছেঙ্গারচর পৌরসভার সামনে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আয়োজন করা হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয় ৮ এপ্রিল।
'শহীদ জিয়া গোল্ডকাপ ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫' নামে আয়োজিত মেগা ফাইনালে প্রধান অতিথি ছিলেন বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নেতা নুরুল হক সরকার (নুরু সিআইডি)। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৩ সালে ছেঙ্গারচর পৌরসভার মেয়র নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
দল থেকে আজীবন বহিষ্কৃত এই নেতাকে শহীদ জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্টের প্রধান অতিথি করায় দলীয় নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং মামলা হামলার শিকার একাধিক নেতা-কর্মী বলেন, আজীবন বহিষ্কৃত নেতা যেখানে প্রধান অতিথি হয়, সেখানে শহীদ জিয়ার নাম ব্যবহার করে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট দলের ভাবমূর্তি নষ্ট করে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় কর্মী বলেন, মেগা ফাইনালের ব্যানারে যে নামগুলো বিশেষ অতিথির সারিতে স্থান পেয়েছে তাদের কয়েকজন একসময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘনিষ্ঠজন বলে স্বীকৃত। অতিথি তালিকার একাধিক ব্যক্তিকে আওয়ামী শাসনামলে কখনো সাবেক এমপি নুরুল আমিন রুহুল আবার কখনো আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী মায়া চৌধুরীর মিছিলে সামনের সারিতে দেখা গেছে একাধিকবার।
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির সারিতে থাকা হাকিম মিজি, মুরাদ আফজাল প্রামাণিক, আক্তার মুফতি, মাহফুজুর রহমান প্রামাণিক, আসিফ আলী সিরাজীকে আওয়ামী শাসনামলে মিটিং-মিছিলসহ সাবেক দুই সংসদ সদস্যের সাথে প্রকাশ্যে দেখা গেছে। এরাই আবার শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি হওয়ায় দলের অভ্যন্তরে সমালোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।
মেগা ফাইনালে বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নুরুল হক সরকারের ঠিক পাশের চেয়ারে বসতে দেখা যায় টুর্নামেন্টের সভাপতি ও জেলা বিএনপির সদস্য মান্নান লস্করকে। মেগা ফাইনালের উদ্বোধনী বক্তব্যেও তাকে নুরুল হক সরকারের সাথে একত্রে দেখা যায়। জেলা বিএনপির এ সদস্য ছেঙ্গারচর পৌর বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি। ক্ষোভ প্রকাশ করে একাধিক পৌর ও উপজেলা বিএনপির নেতা-কর্মী বলেন, মান্নান লস্কর বিশেষ সুবিধা আদায়ের লক্ষ্যে বহিষ্কৃত নেতাকে প্রধান অতিথি ও আওয়ামী দোসরদের বিশেষ অতিথি করেছেন। তারা বলেন, এর ফলে শহীদ জিয়ার নাম ব্যবহার করে দলের সাথে অসদাচরণ করেছেন, যার ফলে দলের ভাবমূর্তি জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য মান্নান লস্করকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম ঘটনার তথ্যচিত্র দেখে পরবর্তীতে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন।