প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের ওয়ার্ড দায়িত্বশীলদের নেতৃত্বের গুণগত মানোন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর শুক্রবার সকলে চাঁদপুর শহরের বিপণীবাগস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী।
তিনি আরও বলেন, হিম্মতকে বুলন্দ করে খুলুছিয়াতের সহিত প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। জনগণের ভাষা এবং চাহিদা বুঝে নিজেকে জনতার নেতা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি আবু নাঈম মুহাম্মদ তানভীরের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ শরীফ মৃধার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদীন, সহ-সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারি মাওলানা কে এম ইয়াসীন রাশেদসানী, অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল প্রমুখ।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন, চাঁদপুর শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহসান উল্লাহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে চাঁদপুর শহরের সকল ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীলদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।