রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

দুর্গা প্রতিমার মাটির কাজ শেষ ॥ বাকি রংতুলির আঁচড়
মেহেদী হাসান ॥

দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আবহমান বাংলায় শরৎকালে এ পূজা উদ্যাপিত হয় বলে এ পূজাকে শারদীয় দুর্গাপূজা বলে অভিহিত করা হয়ে থাকে।

দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ, আর জগতে শান্তি প্রতিষ্ঠিত হবে এমন বিশ্বাস নিয়েই প্রতি বছরের মতো এবারও কচুয়া উপজেলায় ৪১টি পূজা মণ্ডপে চলছে দুর্গা পূূজার প্রস্তুতি। দুর্গা প্রতিমা নির্মাণে কিছু মণ্ডপের প্রতিমার মাটির কাজ শেষ। বাকি রয়েছে রংতুলির আঁচড়। ৬ অক্টোবর শুভ মহালয়া ও ১০ অক্টোবর মহাপঞ্চমী দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসব। ১৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের। এ বছর দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে করে এবং গমন করবেন দোলায় করে।

শুক্রবার কচুয়া উপজেলার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করে দেখা যায়, প্রতিমা নির্মাণে মাটির কাজ শেষ। প্রতিমার কারিগররা এখন প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন।

প্রতিমা তৈরির কারিগর বাবুল জানান, এ বছর ৭টি দুর্গা প্রতিমা তৈরির কাজ পেয়েছি। গত বছরের মতো এবছরও পূজারীদের আগ্রহ লক্ষ করা গেছে।

কচুয়ায় উপজেলায় ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ৪১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তন্মধ্যে সবচেয়ে প্রাচীন পূজা মণ্ডপ হলো উপজেলা পরিষদ সংলগ্ন কোয়া পোদ্দার বাড়ি মণ্ডপ। এ বছর এ মণ্ডপে ১৪১তম শারদীয় দুর্গোৎসব উদ্যাপন হতে যাচ্ছে।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপু ও সাধারণ সম্পাদক বিকাশ সাহা জানান, করোনা ভাইরাসের কারণে এবারও স্বাস্থ্যবিধি মেনে ৪১টি পূজা মণ্ডপে দুর্গা পূজার প্রস্তুতি চলছে। গত বছর ৩৯টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ২টি নতুন পূজা মণ্ডপ বেড়েছে। সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়