শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মঈনুল ইসলাম কাজল ॥

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙ্গা নামে পরিচিত শাহরাস্তি গেট এলাকায় প্রতিদিন যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এই এলাকায় এখন যানজট নিত্যসঙ্গী। প্রতিদিন মেহের হতে কালিয়াপাড়া পর্যন্ত যানজট লেগে থাকার কারণে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। যানজটের প্রধান কারণ হচ্ছে যাত্রীবাহী বাসগুলো প্রধান সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী উঠানো, নিয়মনীতি না মেনে সিএনজি অটোরিকশা চলাচল এবং সড়কের দু পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠা।

যানজট নিরসনে ও যাত্রীদের দুর্ভোগ কমাতে শাহরাস্তি গেট এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ৩১ আগস্ট বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান শাহরাস্তি গেট এলাকা পরিদর্শন করেন। এ সময় নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সড়কের দু পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা শনিবারের মধ্যে সরিয়ে দিতে নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে। জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ধারণা করা হচ্ছে, শাহরাস্তি গেইট এলাকার অবৈধ স্থাপনা সরিয়ে নিলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়