রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

গোবিন্দপুর মানব কল্যাণ ফাউন্ডেশনে প্রবাসীদের অনুদান
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন গোবিন্দপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের সামাজিক কার্যক্রম ও অক্সিজেন সেবার মান উন্নয়নে ১০নং গোবিন্দপুর ইউনিয়নের তরুণ স্বেচ্ছাসেবী সৌদি প্রবাসী আমির হোসেন বাদশা দক্ষিণ আফ্রিকা প্রবাসী ইমরান হোসেন ও রাজুখানসহ অন্যান্য বন্ধুদের সমন্বয়ে অর্থ সংগ্রহ করে গোবিন্দপুর মানব কল্যাণ ফাউন্ডেশনে অনুদান হিসেবে প্রদান করে। ২৯ আগস্ট বিকেল ৫ ঘটিকায় গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের অফিসে তাদের পক্ষে স্বেচ্ছাসেবক মোহাম্মদ হামিদুর রহমান শাওন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আলী আসাদ মাস্টারের হাতে নগদ অর্থ প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ইউসুফ পাটওয়ারী, মোঃ নূরে-আলম ইফাজ, আল মামুন মোঃ সাইফুল ইসলাম, মাওঃ আবু নাঈম ও মোঃ মাজেদ প্রমুখ।

অনুদান প্রদানের পূর্বে গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম দেখতে অফিসে আসেন আরবি বিশ্ববিদ্যালয়ের আরবি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান ও মোহাম্মদ রাজু খান। তারা ফাউন্ডেশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা করোনাকালীন এই মহামারীর সময় বন্ধু-বান্ধবদের থেকে অক্সিজেন সেবা দেয়ার লক্ষ্যে অর্থ সংগ্রহ করি, যা মানুষের জন্যে উপকারে আসবে। যে কোনো সেবামূলক কার্যক্রেম আমরা আপনাদের পাশে থাকবো।

পরিচালক মোহাম্মদ আলী আশ্বাদ মাস্টার বলেন, আমরা যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আরো ভালোভাবে কাজ করতে পারব। পরবর্তী কার্যক্রমে আপনাদের সহযোগিতা কামনা করছি। গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। যার মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়