রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০

সাবেক ছাত্রদল নেতাদের দোয়া ও আলোচনা সভা
কামরুজ্জামান টুটুল ॥

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্যে হাজীগঞ্জের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ এক ফুড প্যাভিলিলিয়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভপ্রধানের দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েম মিয়াজী।

উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ খানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আওয়ামী শাসনামলে এবং বিএনপির দুঃসময়ে চলমান রাজনীতিতে চাঁদপুর জেলাসহ হাজীগঞ্জ-শাহরাস্তিতে ইঞ্জিঃ মমিনুল হকের নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বিএনপি।

বক্তারা বলেন, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে এবং আরো যারা আসতে পারেনি, তারা সবাই কেন্দ্রীয় সিদ্ধান্তে ও ইঞ্জিঃ মমিনুল হকের ডাকে সাড়া দিয়ে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং তারা এখনো পিচঢালা রাজপথে রয়েছে। সবাই মামলা-হামলার শিকার ও নির্যাতিত। অথচ তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। আমাদের এখানে এক শ্রেণির সুবিধাভোগী যারা আছেন, তাদেরকে আমরা চিনি। আমরা সবাই তাদের থেকে দূরে থাকবো।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহিদুল ইসলাস সাহেদ।

সভায় ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম কাজী মামুন, বাকিলা ইউনিয়নের সাবেক সভাপতি রুবেল খান, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সাবেক সভাপতি নেছার আহমেদ চৌধুরী, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক আহ্বায়ক আব্দুল গাফ্ফার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন খান নূর প্রমুখ।

বক্তব্য শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ দলীয় প্রয়াত সকল নেতার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন ইব্রাহিম কাজী মামুন।

উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা আবুল বাসার, কামাল হোসেন, মোরশেদ আলম হীরা, সুমন, ছামাদ পাটওয়ারী, সোহাগ ভূঁইয়া, সোহাগ, মাহমুদুল হাসান, জহির আহমেদ, রিপন মোল্লা, মানিক হোসেন, সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম, ফজলে রাব্বী, ফারুক হোসেন, সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন, রিয়াদ, কবির হোসেন, ছাত্রনেতা সুজন, আহাদ ও রবিনসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়