প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর সদরের উত্তরে ও এর আশ-পাশের ৬২টি মাদ্রাসা ও ৭টি এতিমখানায় স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল, কোরআনখানি ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।
সফরমালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, হারুন গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব মরহুম হারুন-অর-রশিদ খানের জ্যেষ্ঠ পুত্র আলহাজ্ব মমিনুল হক খান বাবুর আয়োজনে এ মিলাদ মাহফিল ও এতিমখানায় কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গের যেসব ব্যাক্তি ১৫ আগস্ট কালো রাতে নির্মমভাবে হত্যাকা-ের শিকার হয়ে শাহাদাতবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং চাঁদপুর-হাইমচর আসনের এমপি মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামীর সুস্থতা কামনা, মন্ত্রী মহোদয়ের দীর্ঘায়ু ও আলহাজ্ব মমিনুল হক খান বাবুর সহধর্মিণী মিসেস রোকসানা খানমের সুস্থতার জন্যে উপরোক্ত আয়োজনে দোয়া করা হয়।