রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০

পত্রিকাকে সমাজের হিতকল্পে নিজ নিজ দায়িত্ব  সঠিকভাবে পালন করতে হবে
প্রবীর চক্রবর্তী ॥

ঢাকা থেকে নিয়মিত প্রকাশিত ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরাম ফরিদগঞ্জ উপজেলা কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। সভায় স্বাগত বক্তব্য রাখেন ফরিদগঞ্জ বার্তার সম্পাদক বিল্লাল হোসেন সাগর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি দেশকে এগিয়ে নিতে সংবাদপত্রগুলো বড় ভূমিকা পালন করে। তাই প্রতিটি পত্রিকাকে সমাজের হিতকল্পে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ভাল-মন্দ, সংগতি, অসংগতি, সমস্যা, সম্ভাবনা এবং প্রত্যাশার সকল কিছুই সংবাদপত্রের পাতায় একজন পাঠক হিসেবে আমরা দেখতে চাই। কারণ আমাদের মনে রাখতে হবে, সংবাদপত্রগুলো সমাজে সংস্কারক হিসেবে ভূমিকা রাখে। এই ক্ষেত্রে তাদের দায়িত্ববোধ থাকতে হবে। পাঠক হিসেবে আমাদের বড় প্রত্যাশা এখানেই। ফরিদগঞ্জ বার্তার একজন পাঠক হিসেবে আমি এতটুকু বলতে পারি, পত্রিকা ও তার কর্তৃপক্ষ ঢাকাতে আমরা যারা কর্মের কারণে থাকতে বাধ্য হই তাদের মেলবন্ধনে কাজ করে। তাই আজ পাঠক ফোরামের সভায় না এসে থাকতে পারলাম না। আশা করছি ফরিদগঞ্জ বার্তার মতো এই অঞ্চলের সকল পত্রিকা মানুষের কল্যাণে কাজ করবে।

ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী কামরুল হাসান সউদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ মামুন আহমেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, ঢাকাস্থ লাউতলী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

মতবিনিময় সভা শেষে ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়