রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০

সোহাঈদ খান জিয়া ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের ব্যক্তিগত উদ্যোগে ১৯৯৬ সাল থেকে শুরু করে প্রতিবছরের ন্যায় এ বছরও বাগাদী চৌরাস্তায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এদিন সকালে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি, বাগাদী ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহীদ মোল্লা, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও পশ্চিম সকদী মাদানিয়া আলিম সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জাকির হোসেন হিরু, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিজি, সহ-সভাপতি আঃ বারেক গাজী, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ উল্যাহ গাজী, জেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক বাহাউদ্দীন খান রবিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান, ইউপি সদস্য মনির গাজী, মাহফুজা বেগম, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ টুটুল মিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মানিক, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আঃ মমিন গাজী, দেলোয়ার হোসেন পাটওয়ারী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন পাটোয়ারী, বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম মিয়াজী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রায়হান বিন হিরুসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। দোয়া অনুষ্ঠান শেষে খিচুড়ি বিতরণ করা হয়।

এছাড়া ৫টি এতিমখানায়, সিএনজি অটোরিকশা চালক, রিকশা চালক ও অটোবাইক চালকদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

উল্লেখ্য, বেলায়েত হোসেন গাজী বিল্লাল ১৯৯৬ সাল থেকে নিজের ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছর আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করে থাকেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়