প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ২১:০৫
‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে’ মনোনীত বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী

বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ পদক 'প্রেসিডেন্ট’স্ স্কাউট অ্যাওয়ার্ডে' মনোনীত হয়েছে হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী। মনোনীতরা হলেন : তানজিলা আক্তার, সাবিকুন ইসলাম ইনতা ও ফারহানা আক্তার । এরা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
|আরো খবর
বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মোছা. মাহফুজা পারভীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিদ্যালয় সূত্র জানা যায়,
বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস ইন স্কাউটসের তানজিলা আক্তার, সাবিকুন ইসলাম ইনতা ও ফারহানা আক্তার ‘প্রেসিডেন্ট’স্ স্কাউট অ্যাওয়ার্ডে'র জন্যে চূড়ান্তভাবে মনোনীত হন। তারা অত্র স্কুলের বিজ্ঞানের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, গত ৩০ জানুয়ারী ২০২৫ গাজীপুর মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের 'প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড' এবং 'প্রেসিডেন্ট’স্ রোভার স্কাউট অ্যাওয়ার্ড' প্রার্থীদের মূল্যায়ন ক্যাম্প। যেখানে প্রেসিডেন্টস্ স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় জাতীয় পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কাউটরা অংশগ্রহণ করে। এছাড়া দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষা দিয়ে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করতে হয়। এসব ধাপ সফলভাবে সম্পন্ন করার পরেই ‘প্রেসিডেন্ট’স্ স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জিত হয়। প্রেসিডেন্ট’স্ স্কাউট অ্যাওয়ার্ডটি মহামান্য রাষ্ট্রপতি নিজে উপস্থিত থেকে প্রদান করে থাকেন।
অ্যাওয়ার্ড পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে প্রেসিডেন্ট’স্ স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা বলে, ‘‘প্রেসিডেন্ট’স্ স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করা প্রত্যেক স্কাউটের জীবনে স্বপ্ন থাকে। এটি আমাদের জীবনে সব চেয়ে বড়ো অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমরা সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্যে আমাদের পরিবার, স্কুল, সহপাঠী, সম্পৃক্ত সকল লিডার বেগম নূরে হাছনা ও মো. শরীফুল ইসলাম স্যার সহ সকল স্কাউট সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’’ তাদের অবদানের কথা জানিয়ে প্রেসিডেন্ট’স্ স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা আরো বলেন, ‘'আমাদের এ অ্যাওয়ার্ড অর্জনে মহান আল্লাহর অশেষ রহমত ছিলো। পাশাপাশি সকল শিক্ষক বিশেষ করে প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, শংকর কুমার পাল ও এডহক কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম ও অভিভাবক সদস্য সাইফুল ইসলাম সহ সকল শিক্ষকের অকৃপণ সহযোগিতা ছিলো। সর্বোপরি বাংলাদেশ স্কাউটসের অকৃত্রিম সাহস ও প্রচেষ্টার দ্বারা এ প্রাপ্তি সম্ভব হয়েছে।’' এদিকে প্রেসিডেন্ট’স্ স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘প্রেসিডেন্ট’স্ স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনে খুশি পরিবারসহ তাদের প্রাণপ্রিয় বিদ্যাপিঠের সকল শিক্ষক ও শিক্ষিকা। তাদের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ, প্রধান শিক্ষকসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা।
উল্লেখ্য, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পরে এই প্রথম ‘প্রেসিডেন্ট’স্ স্কাউট অ্যাওয়ার্ড’ সম্মান স্কাউটস্ শিক্ষার্থীরা অর্জন করতে সক্ষম হয়েছে।