প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১৮:০৩
মরহুম তাফাজ্জল হোসেন স্মরণসভা

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষক, সাংবাদিক ও সমাজসেবক তাফাজ্জল হোসেনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) বাদ আসর গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ সংলগ্ন খাজুরিয়া ইয়ুথ ক্লাব প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি মোহাম্মদ সফিকুর রহমান মিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেনের সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ করেন লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক নূরে আলম, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সরোয়ার আলম, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম মানিক, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ, মরহুমের বড়ো ভাই সিরাজ পাল এবং বড়ো ছেলে মোশারফ হোসেন।
স্মৃতিচারণ করতে গিয়ে আবেগআপ্লুত হয়ে বক্তারা বলেন, তাফাজ্জল হোসেন ছিলেন একজন আদর্শবান শিক্ষক, বস্তুনিষ্ঠ সাংবাদিক এবং নিবেদিতপ্রাণ সমাজসেবক। তিনি দীর্ঘদিন খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সততা, জবাবদিহিতা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করেছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এলাকার শিক্ষার্থীদের জন্যে ছিলো অনন্য। ছাত্রদের প্রতি তাঁর ভালোবাসা ও মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে একজন শ্রদ্ধাভাজন মানুষে পরিণত করে।
সাংবাদিকতার ক্ষেত্রেও তাঁর অবদান প্রশংসনীয়। তিনি চাঁদপুর কণ্ঠ পত্রিকায় দীর্ঘদিন ধরে সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তাঁর লেখা ছিলো তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও জনমুখী। তিনি সবসময় সাধারণ মানুষের সমস্যা, দুর্ভোগ ও সম্ভাবনা তুলে ধরতেন, যা জনমত গঠনে ভূমিকা রাখতো। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
তাফাজ্জল হোসেন দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সবশেষ গত ২৮ মার্চ ২০২৫ সকালে তিনি রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোকসভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাজহারুল ইসলাম বাবু। এতে অংশ নেন স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ।