প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ২০:১০
যৌথ বাহিনী কর্তৃক মুন্সিরহাট থেকে ডাকাত আটক

শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) বিকেল সাড়ে তিনটার সময় স্থানীয় তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে লে. মো. জাবিদ হাসানের নেতৃত্বে তালিকাভুক্ত অপরাধী ও ডাকাতদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকা হতে মো. বকুল হোসেন (২৩) নামক একজন ডাকাতকে আটক করা হয়।
|আরো খবর
উল্লেখ্য যে, বকুল এবং তার সাথে থাকা আরও দুই ডাকাত সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিএনজি ও মোটরসাইকেল ডাকাতির ঘটনায় জড়িত ছিলো। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।