শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৫

দীর্ঘ ১৭ বছর পর আমরা এ বছর স্বাধীনভাবে ঈদ পালন করতে পেরেছি

..... সাবেক এমপি লায়ন হারুন

অনলাইন ডেস্ক
দীর্ঘ ১৭ বছর পর আমরা এ বছর স্বাধীনভাবে ঈদ পালন করতে পেরেছি
ফরিদগঞ্জের ফকির বাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তরুণ প্রজন্মের আইকন তারেক রহমান ঘোষিত ৩১ দফায় রয়েছে সংস্কারের মূল চাবিকাঠি। এই ৩১দফার বাস্তবায়নের মাধ্যমেই আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তার সফল বাস্তবায়ন হবে। দীর্ঘ ১৭ বছর পর আমরা এ বছর স্বাধীনভাবে ঈদ পালন করতে পেরেছি। নেতা-কর্মীরা প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারছেন, বেড়াতে যেতে পারছেন। কারণ আমরা সকলে মিলেই স্বৈরাচারকে বিদায় করেছি। তাই এখন দলের জন্যে রাতদিন কাজ করুন। দলের ভাল হবে এমন কাজ করবেন। তবে মনে রাখতে হবে, দলে কোনো বিশৃঙ্খলা যেন না হয়। যদি কেউ করেও, তা কঠোর হস্তে দমন করা হবে। আমাদের নেতা তারেক রহমান এখন আর আগের তারেক রহমান নেই। তাকে এখন দেখলে এবং শুনলে মনে হবে শহীদ জিয়ার প্রতিচ্ছবি। তিনি শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে বিএনপিকে গড়ে তুলতে চাইছেন। তাই আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে।

বিগত ১৭ বছর পতিত আওয়ামী লীগ সরকারের নিপীড়ন-নির্যাতন সহ্য করে বিএনপি নেতা-কর্মীরা মাঠে টিকে ছিলো। কারণ তারা সৎ ও আদর্শবানদের রাজনীতি করে। স্বৈরাচার বিভিন্ন সময় বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিএনপিকে কেউ নিঃশেষ করতে পারেনি, কখনো পারবেও না। বিগত পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আবার তা প্রমাণিত হয়েছে। তবে আমাদের সামনে এখনো সুদিন আসে নি। অপেক্ষা করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত। কারণ নির্বাচনই গণতন্ত্রসহ সকল সমস্যার একমাত্র সমাধান।

বৃহস্পতিবার ( ৩ এপ্রিল ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।

ইউনিয়নের ফকির বাজারে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান পাটোয়ারীর সভাপতিত্বে ও সাবেক সম্পাদক আমজাদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানি, বিএনপি নেতা মজিবুর রহমান, হুমায়ুন কবির, উপজেলা যুবদল নেতা ফজলুর রহমান ফজলু, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, পৌর যুবদল নেতা শাওন পাঠান। এছাড়া আরোচনা সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়