প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৫
পুরাণবাজার মধুসূদন হাই স্কুল মাঠে ঈদের জামাত

চাঁদপুর শহরের ব্যবসায়িক এলাকা পুরাণবাজার মধুসূদন হাই স্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ ২০২৫) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়া এই জামাতে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারসহ সব শ্রেণি-পেশার মানুষ।
|আরো খবর
সকাল সাড়ে ৭টা থেকেই পুরাণবাজার এলাকার বৃহৎ ঈদ জামাত মধুসূদন হাই স্কুল মাঠে নামাজ আদায় করতে মুসল্লিরা জড়ো হতে থাকেন।
এই জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল মাদানী। এখানে এবার কয়েক হাজার মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন। প্রতি বছরের ন্যায় এবারও এই ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করেছে চাঁদপুর পৌরসভা।