প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২২:২৬
অসহায় জেলেদের মাঝে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব। রোববার (১১ জানুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে রোটারী ক্লাবের উদ্যোগে ও ‘ক্লীন চাঁদপুর’-এর সহযোগিতায় দু শতাধিক অসহায় জেলের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের নেতৃবৃন্দ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রোটারীর অন্যতম মূল লক্ষ্য। শীত মৌসুমে জেলেরা নদীতে জীবিকা নির্বাহ করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি হন। তাদের কথা বিবেচনা করেই এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি রোটা. গিয়াসউদ্দিন মিলন, রোটা. পিপি শেখ মনির হোসেন বাবুল, রোটা. পিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, রোটা. পিপি আলমগীর হোসেন পাটওয়ারী, রোটা. পিপি শাখাওয়াত হোসেন শাকিল, রোটা. পিপি আব্দুল বারী জমাদার মানিক, রোটা. আইপিপি ডা. ইফতেখারুল আলম, রোটা. কামাল হোসাইন, রোটা. মাধুরী রাণী সাহাসহ রোটারী ক্লাবের অন্য সদস্যবৃন্দ।
শীতবস্ত্র পেয়ে উপকৃত জেলেরা ক্লাব ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, শীতের এই সময়ে এমন সহায়তা তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ক্লাবের এই উদ্যোগ সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।








