সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২০:২০

বাবুরহাটে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বঞ্চিত সন্তানদের অভিভাবকদের বিক্ষোভ

জেলা প্রশাসককে ঘিরে উত্তেজনা

পলাশ দে
জেলা প্রশাসককে ঘিরে উত্তেজনা
ছবি : পলাশ দে

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখায় ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি না পেয়ে ক্ষুব্ধ অভিভাবকরা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা ও ভর্তি অনুমতির দাবিতে রোববার (১১ জানুয়ারি ২০২৬) দিনভর অপেক্ষা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

ভর্তি বঞ্চিত অভিভাবকবৃন্দ সকাল থেকেই জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের আশায় অবস্থান নেন। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা জেলা প্রশাসকের আগমনের অপেক্ষায় থাকেন। পরে জানতে পারেন, জেলা প্রশাসক বাবুরহাট কলেজ ক্যাম্পাসে একটি সামাজিক সংগঠনের অনুষ্ঠানে অবস্থান করছেন । এই খবরে অভিভাবকরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং ভর্তির অনুমতির দাবি জানান। এ সময় জেলা প্রশাসককে ঘিরে ধরাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের অভ্যন্তরে অভিভাবকদের প্রবেশ ও জেলা প্রশাসককে ঘিরে ধরার ঘটনায় জেলা প্রশাসক মহোদয় অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি কলেজের অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, “আমি আর কখনও আপনার কলেজে আসবো না। আপনি বলেছিলেন উনারা কলেজে আসবে না, এখন কেন আসলো?”

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা প্রশাসক দ্রুত কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। জেলা প্রশাসক চলে যাওয়ার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বিষয়টি শান্তভাবে সামাল করেন। তাঁর হস্তক্ষেপে বড়ো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

ভর্তি বঞ্চিত অভিভাবকরা জানান, তাদের সন্তানদের যোগ্যতা থাকা সত্ত্বেও ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি না নেওয়ায় তারা চরম হতাশ। তারা প্রশাসনের কাছে ন্যায্য সমাধানপুনর্বিবেচনার দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিভাবকরা জানিয়েছেন, দাবি আদায় না হলে তারা পরবর্তী কর্মসূচির কথা ভাবছেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়