সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৫:৫৭

চাঁদপুর রোটারী ভবন ও কেজি স্কুলে গভীর রাতে চুরি

এসির আউটডোর উদ্ধার, তবে তামার পাইপ ও স্কুলের বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে

কবির হোসেন মিজি।।
চাঁদপুর রোটারী ভবন ও কেজি স্কুলে গভীর রাতে চুরি

চাঁদপুর শহরে রোটারী ভবন ও ১২৫ নং কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চোরের দল চাঁদপুর রোটারী ভবনের পেছন দিক থেকে একটি এসির আউটডোর খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একই সঙ্গে ১২৫ নং কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিটারের সঙ্গে সংযুক্ত বিদ্যুতের তার কেটে নিয়ে যায়। এছাড়াও রোটারী ভবন সংস্কার কাজে ব্যবহৃত ঠিকাদারের কিছু জিনিসপত্র চুরি হয়েছে।

রোববার সকালে রোটারী ভবনে কর্মরত লোকজন এসে দেখতে পান, তাদের ভবন থেকে খুলে নেওয়া একটি এসির আউটডোর পাশের কেজি স্কুলের গেটের সামনে পড়ে আছে। যেটির তামার পাইপ চুরি হয়েছে। পরে তারা সেটি উদ্ধার করে রোটারী ভবনে নিয়ে যান।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরি হওয়া স্থানগুলো পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম চালায়।

এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়, যা দেখে ধারণা করা হচ্ছে, চোরেরা সেখানে বসেই মাদক সেবন করেছিলো।

পুলিশ জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এলাকাবাসী দ্রুত চোরদের গ্রেপ্তার ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়