সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৯:০৪

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ

স্টাফ রিপোর্টার
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক সর্দার।

চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে মাধ্যমিক শিক্ষা স্তরে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক সর্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) আব্দুল আজিজ শিশির।

প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি নবাগত শিক্ষার্থীদের নিয়মিত ও মনোযোগী হয়ে পড়াশোনা করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেহেনা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক আমিনুল হক, আব্দুল মান্নান, জাহাঙ্গীর হোসেন, রাশেদুল হক, সহকারী শিক্ষক নাজির হোসেন ও জাবেদ হোসেন।

বক্তারা সবাই নবীন শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে বিদ্যালয়ের নিয়মকানুন মেনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়