প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০২:০৭
মতলবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঘিলাতলী কামিল মাদরাসা এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ এম এ বাশার

|আরো খবর
ঘিলাতলী কামিল মাদরাসার ফলাফলের ধারাবাহিকতা, অবকাঠামোগত সুবিধা, শিক্ষার ক্রমোন্নতি ইত্যাদি বিবেচনায় মাদ্রাসাটি শ্রেষ্ঠ হয়েছে এবং প্রশাসনিক দক্ষতা ও শিক্ষার মানোন্নয়নে নিরলস পরিশ্রম করার জন্যে একই সাথে মতলব দক্ষিণ উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন মাদরাসাটির অধ্যক্ষ এম এ বাশার।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ এম এ বাশার বলেন, উপজেলা এবং জেলা পর্যায়ে এর আগেও এই দ্বীনি প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলো। তিনি এ সফলতা অর্জনে সহযোগিতা করার জন্যে মাদরাসার গভর্নিং বডি, এলাকাবাসী, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বোপরি তিনি মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন।
উল্লেখ্য, ঘিলাতলী কামিল মাদরাসার অধ্যক্ষ এম এ বাশার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭-এ মতলব দক্ষিণ উপজেলা এবং চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
ডিসিকে/এমজেডএইচ









