সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০১:৪৯

মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছরপূর্তি উদযাপন

মাহবুব আলম লাভলু
মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছরপূর্তি উদযাপন
ছবি: মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছরপূর্তি উদযাপনে বন্ধুরা।

মতলব উত্তর উপজেলায় স্মৃতি আর বন্ধুত্বের টানে একত্রিত হয়ে এসএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধু-বান্ধবীরা 'বন্ধুত্বের বন্ধনে আমরা করবো জয়' এই শ্লোগানে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে তাদের ব্যাচের ৩০ বছরপূর্তি ও পুনর্মিলনী ২০২৬ সম্পন্ন করেছে।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) মোহনপুর পর্যটন লি.-এ ৬ শতাধিক এসএসসি ৯৫ বন্ধু এই মিলনমেলায় অংশগ্রহণ করে। বৃহত্তর মতলব থেকে আগত বন্ধু বান্ধবীদের অংশগ্রহণে দিনব্যাপী এই মিলনমেলা পরিণত হয় স্মৃতিচারণ, আনন্দ আর আবেগের মিলনস্থলে। সবাই মিলে গ্রুপ ছবি তোলে আর ফিরে যায় স্মৃতির পাতায়।

৩০ বছর পর বন্ধুদের কাছে পেয়ে আবেগঘন পরিবেশে সকলেই উৎফুল্ল হয়ে উঠে। সকলে নেচে গেয়ে এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানকে মুখরিত করে তোলে। এ সময় বাল্যকালের স্মৃতিচারণসহ এ সংগঠনকে আগামীদিনে জনকল্যাণকর কাজে অগ্রসর করতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। রঙ্গীন টি শার্ট পরিহিত এক ঝাঁক মাঝ বয়সী বন্ধুদের হাস্যোজ্জ্বল উপস্থিতি যেনো তারুণ্যকে ছুঁয়ে যায়।

মিলনমেলায় র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণহ নানা ইভেন্টের আয়োজন করা হয়। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে আলোচনার পর সঙ্গীতে মেতে উঠে মিলনমেলা। ৯৫ বন্ধুরা ছাড়াও দেশের খ্যাতিমান শিল্পীরা গান পরিবেশেন করে। যা উপস্থিত সকলের আনন্দ আরও বহু গুণ বাড়িয়ে তোলে। এ সময় বয়সের ভার ভেঙ্গে যেনো সবাই কিশোর-তরুণ হয়ে উঠেন। শৈশবের স্মৃতিতে কেউ চোখ ভেজান, কেউবা নেচে উঠেন আপন মনে।

খেলাধুলা, নাচ, গান, আড্ডা আর শৈশবের স্মৃতিচারণে কেটে যায় সারাদিন। অনুষ্ঠানে ৯৫ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত থেকে মিলনমেলাকে বর্ণিল করে তুলেছে যে সকল বন্ধু, তাদের মেধা ও প্রতিভার জুড়ি নেই।

সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত, এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় মিলনমেলার সমাপ্তি হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রয়াত বন্ধুদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে প্রয়াত বন্ধুদের স্মৃতিচারণ করা হয়।

মিলনমেলায় ছিলো নানা রঙ্গিন আয়োজন ও পরিচয় পর্ব

মিলনমেলায় অংশ নেয়া বন্ধুরা বলেন, দীর্ঘদিন পর এক সঙ্গে মিলিত হয়ে এমন আনন্দ উপভোগ সত্যিই অভূতপূর্ব। পুরানো স্মৃতি আর বন্ধুত্বের বন্ধন নতুন করে জেগে উঠেছে এই আয়োজনের মাধ্যমে। নাচ, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানএর সমন্বয়ে এক ব্যতিক্রমী আলোড়ন সৃষ্টি করে এ মিলনমেলা।

দীর্ঘ ৩০ বছরে এসএসসি-৯৫ ব্যাচের শিক্ষার্থীরা নানান পেশায় চলে গেছেন। এদের মধ্যে কেউ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী, ঠিকাদার, কেউ প্রবাসী। কিন্তু বন্ধুত্বের বন্ধনে এক সাথে সবাই যেন এদিন একাকার হয়ে যান। পরিচয় সবার ছিলো একটি--আমরা সহপাঠী বন্ধু

মিলনমেলায় সকল বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এসএসসি ৯৫ ব্যাচের বন্ধু মোজাদেদ্দেয়া উচ্চ বিদ্যালয়ের লিও শফিকুল ইসলাম নবী। স্বাগত বক্তব্য রাখেন এসএসসি ৯৫ ব্যাচের বন্ধু এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের মো. কামাল হোসেন। র‌্যাফেল ড্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এসএসসি ৯৫ ব্যাচের বন্ধু হারুন অর রশিদ।

এসএসসি ব্যাচ ৯৫ ব্যাচের বন্ধু মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মো. কামাল হোসেন খান বলেন, আজকে ছিলো আমাদের এসএসসি ১৯৯৫ ব্যাচের বৃহত্তর মতলবের ৩০ বছরপূর্তি ও পুনর্মিলনী। ব্যস্ত জীবনে সহপাঠী বন্ধুদের সঙ্গে দেখা এতোদিনে কারো হয়ে উঠে নি। স্মৃতি আর বন্ধুত্বের টানে একত্রিত হয়ে এখানে বৃহত্তর মতলবের ১৯৯৫ ব্যাচ বন্ধুরা বন্ধুত্বের বন্ধনকে মজবুত করার জন্যে 'বন্ধুত্বের বন্ধনে আমরা করবো জয়' এই শ্লোগানে একত্রিত হয়েছি। আমাদের এই উদ্যোগ হচ্ছে এই ব্যাচের বন্ধুরা আমরা বাংলাদেশের যে যেখানে ছড়িয়ে আছি একত্রিত হয়ে সবাই সবার সুখ, দুঃখ যাতে শেয়ার করতে পারি।

এসএসসি ৯৫ ব্যাচের বন্ধু উপজেলার মোজাদেদ্দেয়া উচ্চ বিদ্যালয়ের লিও শফিকুল ইসলাম নবী বলেন, ৩০ বছরপূর্তি ও পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠান সুন্দর মতো সফল করতে এতোগুলো বন্ধুকে একত্রে পেয়ে আমাদের এতো দিনের কষ্ট লাঘব হয়েছে। সহযোগিতার জন্যে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।

IMG-20260112-WA0004

আয়োজকরা জানান, এই সংগঠনটি শুধু পুনর্মিলনী আয়োজনেই সীমাবদ্ধ নয়, বরং ব্যাচের সকল বন্ধুর সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা থেকে কাজ করে যাচ্ছে। অক্লান্ত পরিশ্রম আর সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছরপূর্তি ও পুনর্মিলনী ২০২৬ সফল করতে পেরে সকলেই আনন্দিত ও আবেগাপ্লুত। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসএসসি ৯৫ ব্যাচের মিলনমেলার সমাপ্তি হয়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়