প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১৮:১৬
মতলবে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালো যুবক

মতলবের নারায়ণপুরে কৃষি জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে ।
|আরো খবর
সরজমিনে জানা যায়, শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ৮টায় নারায়ণপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মিজানুর রহমান মুন্সির ধান ক্ষেতে পাম্প মেশিন দিয়ে পানি দিতে যায় একই গ্রামের দরবেশ বাড়ির আলী আর্শাদের ছেলে শরিফ (২৮) । ওই জমিতে ইঁদুর মারার জন্যে বিদ্যুতের অবৈধ লাইন টেনে ফাঁদ পেতে রাখা ছিলো । পাম্প মেশিন চালু করতে পাশের ডোবা থেকে পানি আনতে গিয়ে বিদুৎস্পৃষ্টে আহত হয় শরিফ ।
পরে মিজান মুন্সির বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
শরিফের দুলাভাই রাকিব বলেন, শরিফের মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছি। মিজান মুন্সি যদি ইঁদুর মারতে বিদুতের ফাঁদ পাততো, তাহলে ভোরবেলা খুলে ফেলতো, কিন্তু তিনি তা করেননি । তার কারণেই শরিফের মৃত্যু হয়েছে । মিজান মুন্সির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি । তার স্ত্রী নয়নমনি বেগম জানান কী কারণে বিদুৎস্পৃষ্ট হয়েছে তা আমরা জানি না ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । অবৈধ বিদ্যুৎ লাইনের তার উদ্ধার করে থানায় নিয়ে যায়। মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।