প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৭
দুর্নীতিবাজদের জাতীয়ভাবে বয়কট করতে হবে
---শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, দেশের নাগরিক হিসেবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের দায়বদ্ধতা রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতা নিয়ে কাজ করে এবং দেশের জাতীয় সংকটে বিশেষ করে করোনাকালীন মহাসংকট, বন্যা দুর্যোগের মহা মুসিবতে ইসলামী আন্দোলনের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাই দেশের এই রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্যে আমাদের সকল নেতা-কর্মী এবং দেশের সকল শান্তি ও মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) চেয়ারম্যান বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলাধীন ৪ নং নীলকমল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ জয়নাল আবেদীন আরো বলেন, রাষ্ট্র, সংসদ, সংবিধান কেন তৈরি হয়েছে? জনগণের শান্তি ও নিরাপত্তার জন্যেই তৈরি হয়েছে।জনগণের কল্যাণের জন্যে তৈরি হয়েছে। যে রাষ্ট্রকাঠামো জনগণকে শান্তি ও মুক্তি দিতে পারে না, সে রাষ্ট্র কাঠামো অবশ্যই পরিবর্তন করতে হবে । যে সংবিধান মানুষের মধ্যে বৈষম্য দূর করতে পারে না, সে সংবিধান সংস্কার করতে হবে। যে নির্বাচন পদ্ধতি জনগণের ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছে, সে নির্বাচন পদ্ধতিও পরিবর্তন করতে হবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি হলো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পি আর বা সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করা। নির্বাচন পি আর-এ হলে সকল নাগরিক তাদের ভোটের অধিকার ফিরে পাবে, এলাকায় এলাকায় রাজনৈতিক দৈত্য দানব তৈরি হবে না, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, ভোট কেনাবেচা বন্ধ হবে। আমরা চাই দেশের সাধারণ মানুষ আর রাজনৈতিকভাবে ধোঁকায় না পড়ুক। তাদের নিজের নাগরিক অধিকারের জন্যে তারা সচেতন হোক। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে দুর্নীতিবাজদের জাতীয়ভাবে বয়কট করতে হবে। এছাড়া দেশ দুঃসাশন ও দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে না।
নীলকমল ইউনিয়ন শাখা সভাপতি মো. রেহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিননুরী সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এইচ এম নিজাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা সভাপতি ডাক্তার মাও. মো. শফিউল্লাহ, সেক্রেটারি মো. ফখরুল ইসলাম শিমুল, মো. নুরুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ইউনিয়নের বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের জন্যে সভাপতি হিসেবে মোহাম্মদ রেহান উদ্দিন পেদা ও সেক্রেটারি হিসেবে মো. আকতার সর্দারের নাম ঘোষণা করেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত ঘোষণা করেন।