শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১৪:৫৫

নওহাটা ফাজিল মাদরাসায় বন্ধন পরিবারের ঈদ পুনর্মিলনী

কামরুজ্জামান টুটুল।।
নওহাটা ফাজিল মাদরাসায় বন্ধন পরিবারের ঈদ পুনর্মিলনী
হাজীগঞ্জের নওহাটা ফাজিল মাদরাসায় বন্ধন পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে বন্ধন পরিবার। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জের ঐতিহ্যবাহী নওহাটা ফাজিল (স্নাতক) মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘বন্ধন পরিবার’- এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘ভ্রাতৃত্ব আর ভালোবাসায় অটুট থাকুক বন্ধন’ এই শ্লোগানে বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৬) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাদরাসা প্রাঙ্গণে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, হলরুমে আলোচনা সভা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, র‌্যাফেল ড্র সহ আগামি এক বছরের জন্যে বন্ধন পরিবারের কমিটি গঠন, মাদরাসার প্রয়াত শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার। বক্তব্যে তিনি উপস্থিতির উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং মতামত উপস্থাপন করে বেশ কিছু পরামর্শ দেন।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ আবু যোফার মো. আবু বকর ছিদ্দিক ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মো. শাহআলম বেপারী, আলহাজ্ব রফিকুল ইসলাম, হেলালুল ইসলাম, ইউসুফ পাটওয়ারী প্রমুখ।

বন্ধন পরিবারের সভাপতি মোহাম্মদ জানিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠান শেষে আগামি এক বছরের জন্যে কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হলেন মো. মহিউদ্দিন পাঠান, সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শিমুল, দপ্তর সম্পাদক মো. মাকসুদ আলম ও প্রচার সম্পাদক মো. আলাউদ্দিন।

উল্লেখ্য, নওহাটা ফাজিল (স্নাতক) মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘বন্ধন পরিবার’ মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়