প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ২২:০৪
নীলকমল নৌ পুলিশ কর্তৃক জাল জাটকা জব্দ।। ৫ জেলে আটক

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নির্দেশক্রমে বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) হাইমচরের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কংকন কুমার বিশ্বাস, এসআই মো. আবুল কালাম, কনস্টেবল মেহেদী, কনস্টেবল ফজলুর রহমান, কনস্টেবল আব্দুল আজিজ সহ অন্যান্য ফোর্স মেঘনা নদীতে জাটকাবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় দুটি ইঞ্জিনচালিত নৌকা ১ লাখ ৩০ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল, ৩০ কেজি জাটকা ইলিশ ও ৫ জন জেলেকে আটক করে। এরা হচ্ছে :
|আরো খবর
আব্দুর রাজ্জাক (৩৫), সোহেল সরদার(২৫), বিল্লাল মোল্লা (৩৫), শিপন সরদার (২৫) ও হাসান (২৪)। আটক জেলেদের বিরুদ্ধে পৃথক পৃথক মৎস্য আইনে হাইমচর থানায় দুটি মামলা দায়ের করা হয়।উদ্ধারকৃত কারেন্ট জাল হাইমচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ৩০ কেজি জাটকা ইলিশ অসহায় গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়।