প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৮
চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত

চাঁদপুরে জাকের পার্টির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (৩১ মার্চ ২০২৫) সকাল দশটার সময় চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনে জেলা জাকের পার্টির কার্যালয়ের সম্মুখস্থ মাঠে ঈদের এই নামাজ অনুষ্ঠিত হয়। যার
ইন্তেজাম করেন জাকের পার্টি চাঁদপুর দক্ষিণ জেলা শাখা ও সকল সহযোগী সংগঠন।
ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির অব্যাহত উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব এবং শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
ঈদের নামাজ পড়ান মুফতি তরিকুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ইকবাল হোসেন কাদেরী ও গোলাম মোস্তফা।
নামাজের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকের পার্টি চাঁদপুর জেলা সভাপতি মো. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট চাঁদপুর জেলা সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম বেপারী, জেলা জাকের পার্টির সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
নামাজ শেষে জেলা জাকের পার্টির শীর্ষ নেতা মাহবুবুর রহমান ও হাজী শাহ আলম বেপারী বলেন, খাজা বাবা ফরিদপুরী জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। তারা পবিত্র ঈদুল ফিতরের জামাতে শরীক হওয়ায় উপস্থিত জাকেরানদের ধন্যবাদ এবং চাঁদপুরের শান্তিকামী মানুষের প্রতি ঈদ শুভেচ্ছা জানান।