শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ২১:২৮

হাফেজ্জী হুজ্জুরের ছোট সাহেবজাদা কারী হাফেজ মাওলানা আতাউল্লাহর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার।।
হাফেজ্জী হুজ্জুরের ছোট সাহেবজাদা কারী হাফেজ মাওলানা আতাউল্লাহর ইন্তেকাল

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির,

কামরাঙ্গীরচর নুরিয়া মাদ্রাসার মুহতামিম, কাওরান বাজার আম্বরশাহ মসজিদের খতিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) বেলা সোয়া ১১টার দিকে কামরাঙ্গীরচর নুরিয়া মাদরাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী স্ত্রী, দু পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ রাত ১০টায় ঢাকা কামরাঙ্গীরচর নুরিয়া মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে

উপস্থিত হওয়ার জন্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব ও চাঁদপুর জেলা খেলাফত আন্দোলনের সভাপতি মো. রোকনুজ্জামান রোকন অনুরোধ জানিয়েছেন।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ছিলেন যুগশ্রেষ্ঠ বুজুর্গ মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট ছেলে।

এক শোক বার্তায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব ও চাঁদপুর জেলা খেলাফত আন্দোলনের সভাপতি মো. রোকনুজ্জামান রোকন বলেন, তিনি একজন মেহমানদারি করণেওয়ালা সাফ মানুষ। দেশের ধর্মীয় অঙ্গনের অবিস্মরণীয় ও অবিসংবাদিত রাহবার। দেশের খেলাফত আন্দোলন সংগ্রামে অগ্রসারির নেতা।

তিনি আরো বলেন, আমি দোয়া করছি আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আমি তাঁর শোকাহত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়