প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ২১:২২
শাহরাস্তিতে বিএনপি নেতার স্মরণ সভা

শাহরাস্তিতে বিএনপি নেতা আবুল খায়ের মেম্বারের স্মরণে স্মরণ সভা করেছে চিতোষী পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন।
|আরো খবর
শুক্রবার (৪ এপ্রিল ২০২৫ ) বিকেলে উপজেলার নুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি নেতা নুর মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত নেতা-কর্মীরা বলেন, আবুল খায়ের মেম্বার কয়েক যুগ ধরে চিতোষী পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি তিনি ওই ওয়ার্ডে একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি গত দু মাস আগে মৃত্যুবরণ করেছেন। আমরা অত্র এলাকার বিএনপি ও সকল স্তরের লোকজন তাঁর অবদানকে গভীরভাবে স্মরণ করছি। বক্তারা আরো বলেন, আবুল খায়ের মেম্বার মৃত্যু পর্যন্ত বিএনপি পরিবারের জন্যে সংগ্রাম করেছেন, তিনি ও তার পরিবার বিভিন্ন রকমের হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কিন্তু তিনি কখনো আপোষ করেননি। সেজন্যে আমরা আজকের এই দিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এ সময় পরিবারের সদস্য হিসেবে তাকে নিয়ে স্মৃতিচারণ করেন সাংবাদিক ফয়সাল আহমদ।
চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূর নবী দিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, চিতোষী পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.শাহ আলম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মুন্সী, ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী সোহাগ, সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সহ-সভাপতি শাহ আলম পাটোয়ারী, ফয়সাল আহমেদ, যুবদল নেতা নুর নবী জাহাজী, যুবদল নেতা শাহজাহান ভূইয়া, তোফায়েল আহমেদ মোল্লা, শাফায়েত মোল্লা, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাছির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাহাজী ও তারেক হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তফদার, সিনিয়র সহ-সভাপতি সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন রাকিব, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সুজন বেপারী, সহ-সভাপতি শাকিল, মেশকাত হোসেন শুভ ও ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা।