শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ২২:২০

দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী

আলমগীর তালুকদার॥
দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী
কচুয়ার দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করছেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছিদ্দিক উল্যাহ।

কচুয়ার দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত

অনুষ্ঠানে প্রায় ২ হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ফলে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক, সাবেক কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের সাবেক অধ্যাপক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল ওয়াদুদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছিদ্দিক উল্যাহ। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক মোস্তফা কামাল মজুমদার ও ব্রিগেডিয়ার (অব.) শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মজুমদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, কাদলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবদুল হাই, আ. ছোবহান, আ. রশীদ, ১৯৭২ ব্যাচের শিক্ষার্থী এম এ বাসার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক খায়রুল আবেদীন স্বপন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুবক্কর মজুমদার উজ্জ্বল, মোস্তফা ফখরুদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী জাকির, মোস্তাফিজুর রহমান তামিম, এম আলমগীর মজুমদার, হানিফ তালুকদার, দাতা পরিবারের সদস্য মোশারফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মঞ্জুমা শারমিন, খোরশেদ আলম, আবু ছালেহ মো. আব্দুল্লাহ ও ডা. মো. জাহিদ হোসেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়