প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার ১৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা এবং শোক দিবসের কালো পতাকা উত্তোলন শেষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, যুবলীগের হাজী সফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু, ওলামা লীগের সভাপতি মাওঃ মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শোকের এই দিনে আমাদেরকে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ ব্যক্তির চেয়ে দল বড়। আওয়ামী লীগ এমন একটি সংগঠন যেই সংগঠনের নেতৃত্বে বাংলাদেশ নামক দেশের সৃষ্টি হয়েছিল। এর মহানায়ক ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু আমরা আমাদের পিতাকে রাখতে পারিনি। ঘাতকের নির্মম বুলেট তাঁকে বাঁচতে দেয়নি। ওই পাকির দোসররা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশকে আবারো পাকিস্তানের অঙ্গরাজ্য করবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল বঙ্গবন্ধুর রক্ত জীবিত রয়েছে। আজ আমরা এই পর্যায়ে আসতে পেরেছি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। তাই আসুন সকলে মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।