প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে এদিন সন্ধ্যার পর পর হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ও বিবেকানন্দ বিদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রোটাঃ রুহিদাস বণিক। বিশেষ প্রার্থনা পরিচালনা করে অনুষ্ঠানে ২ মিনিটের শোক প্রস্তাব আনা হয়। প্রার্থনা শেষে আলোচনা সভার সভাপতি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার স্বাদ যখনই আমরা পেতে শুরু করেছি ঠিক তখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিদেশি শক্তির মদদে এ দেশীয় কুচক্রী মহল জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। এরপর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই আমাদের সংখ্যালঘু ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত হেনেছে। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকাবস্থায় সেই কুচক্রী মহল গোপনে গোপনে তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। এজন্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি প্রবীর সাহা ফটিক, সঞ্জয় কর্মকার, অর্পণ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রাণ কৃষ্ণ সাহা, সুখেন্দ্র নারায়ণ চৌধুরী সুন্টি, অর্থ বিষয়ক সম্পাদক বাবুল চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক সুজন দাস, কার্যকরী সদস্য গোবিন্দ সাহা, সুমন চন্দ্র অধিকারী, মিঠুন দাস, হাজীগঞ্জ পৌর শাখার সভাপতি রাধাকান্ত রাজ রাজু, প্রণব কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সাহা, অর্থ বিষয়ক সম্পাদক রাজন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অজয় সরকার, দপ্তর সম্পাদক সহদেব চক্রবর্তী, অর্থ বিষয়ক সম্পাদক বিকাশ সাহা প্রমুখ।