শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০০:০০

কচুয়া স্বেচ্ছাসেবক লীগ
মেহেদী হাসান ॥

কচুয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের কক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক ডাঃ পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক বলাই দাস, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক স্ম্রাট ইয়াছিন, পৌর যুবলীগ নেতা গাজী ফারুক, কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দীন বিপ্লব, কড়ইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রিয়াদ, গোহট উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, আশ্রাফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জসীমউদ্দীন, কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান, বাহাউদ্দীন প্রমুখ।

বক্তারা জাতীয় শোক দিবসে শোককে শক্তিতে রূপান্তরিত করে দলের দুর্দিনে নির্যাতিত দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন করার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার দাবি জানান। অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন আহমেদ।

আলোচনা সভা শেষে কচুয়ার সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের নির্দেশে কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনাকালীন ৫০ জন কর্মহীন হয়ে পড়া নেতা-কর্মীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়