রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০০:০০

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ
হাসান খান মিশু ॥

চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগস্ট রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও সম্মাননা প্রদান করেন অধ্যক্ষ মোশারেফ হোসেন ও অন্যান্য শিক্ষক এবং স্কাউটস্-এর সদস্য ও ছাত্র-ছাত্রীরা। উপস্থিত ছাত্রদের মধ্য থেকে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ ও দোয়ার পর তবররুক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাস, মোঃ জাকির হসেন, সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল, সিনিয়র শিক্ষক মাওলানা হযরত আলী, মাহবুবুর রহমান জুয়েল, মোঃ আক্তার হোসেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন করেন বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, অজয় কুমার চন্দ ও বেলায়েত হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়