শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক

যেদিন আমি চলে যাব

চিরদিনের তরে

আবির রাঙ্গা সাজ সেদিন

সাজিয়ে দিও মোরে।

সুগন্ধী তেল আমার

কেশে দিও মেখে

টুকটুকে লাল শাড়িতে মোর

শরীর দিও ঢেকে।

সিঁথি জুড়ে থাকবে আমার

টকটকে লাল সিঁদুর

আলতা রাঙ্গা শীতল পায়ে

থাকবে রূপার নূপুর।

পাড়া পড়শি আত্মীয় স্বজনে

বাড়ি থাকবে ভরা

ব্যস্ত সবাই আমায় নিয়ে

কিন্তু আমিই তো বাড়ি ছাড়া।

চিরদিনের সাথী আমার

মাথার পাশে বসে

নিষ্পলক তাকিয়ে রবে

অশ্রুভরা চোখে।

কতদিনের কত স্মৃতি

পড়বে তার মনে

কেমন করে তিলে তিলে

ঘর বেঁধেছি দুজনে।

ছেলে আমার কাঁদবে যখন

দিদির কোলে মাথা রেখে

তোমরা সবাই বুঝিয়ো ওকে

মা কি কারো চিরদিন থাকে?

ধোঁয়ার রথে চড়ে আমি

যাব অচিনপুরে

যেথায় গেলে কেউ কোনোদিন

আর আসে না ফিরে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়