প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এ সকল প্রতিযোগিতায় ছিলো একক সঙ্গীত : পঞ্চগীতি কবির গান, লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান (ভাষার গান, মুক্তিযুদ্ধের গান ও স্বাধীনতার গান)। একক নৃত্য প্রতিযোগিতায় থাকছে সাধারণ নৃত্য (লোকনৃত্য ও সৃজনশীল নৃত্য), শাস্ত্রীয় নৃত্য (কথক, মণিপুরি ও ভরত নাট্যম ইত্যাদি), একক আবৃত্তি প্রতিযোগিতা উন্মুক্ত বিষয়, একক অভিনয় প্রতিযোগিতা উন্মুক্ত বিষয়। ৩টি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৯ জুন শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত নিবন্ধনের পর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়। জেলা শিল্পকলা একাডেমির মঞ্চসহ ৫টি কক্ষে এবং সাহিত্য একাডেমিতে একযোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় প্রতিযোগিতা সম্পন্ন হলে জেলা কালচারাল অফিসার ও প্রতিযোগিতার সমন্বয়কারী দিতি সাহা সকল বিষয়ের বিচারকদের দেয়া রায়ের ফলাফল চূড়ান্ত করেন।
এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন সঙ্গীত বিষয়ে : দুলাল পোদ্দার, রূপালী চম্পক, রফিক আহমেদ মিন্টু, কৃষ্ণা সাহা, ইতু চক্রবর্তী, অনিতা নন্দী, মৃণাল সরকার, বিশ্বনাথ দাশ ও অঞ্জনা সাহা। নৃত্যের বিচারক ছিলেন : অনিমা সেন চৌধুরী, আভা রায় অপু, রুমা সরকার, কবিতা সাহা, খালেক বিশ্বাস ও সোমা দত্ত। আবৃত্তিতে বিচারক ছিলেন : শামীম খান, আফরোজা আক্তার মেরি ও দিতি সাহা এবং একক অভিনয়ে বিচারক ছিলেন : অজয় কুমার ভৌমিক, আক্রাম খান ও এম আর ইসলাম বাবু।
পঞ্চগীতি কবির সঙ্গীত প্রতিযোগিতা : ক বিভাগ (১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি) : ১ম স্থান- সুভদ্রা চক্রবর্তী (প্রাপ্ত নম্বর ১৩৩), ২য় স্থান- পুনম নন্দী (প্রাপ্ত নম্বর ১২৫) ও ৩য় স্থান- প্রথমা বণিক (প্রাপ্ত নম্বর ১১৮)। খ বিভাগ (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) : ১ম স্থান- কাজী কাবীসা (প্রাপ্ত নম্বর ১৪৩), ২য় স্থান- সিহাব হোসেন (প্রাপ্ত নম্বর ১৩৬) ও ৩য় স্থান- অরুনিকা সাহা (প্রাপ্ত নম্বর ১৩১)। গ বিভাগ (১৭ থেকে ২৫ বছর) ১ম স্থান- অর্পিতা দাস (প্রাপ্ত নম্বর ১৩৪), ২য় স্থান- অমিত পোদ্দার (প্রাপ্ত নম্বর ১৩০) ও ৩য় স্থান- মধুরিমা আচার্যী (প্রাপ্ত নম্বর ১১৭)।
দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা ক বিভাগ : (১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি) ১ম স্থান- প্রথমা বণিক (প্রাপ্ত নম্বর ৫০.৫), ২য় স্থান- পুনম নন্দী (প্রাপ্ত নম্বর ৪৯) ও ৩য় স্থান- সুভদ্রা চক্রবর্তী (প্রাপ্ত নম্বর ৪৬.৫)। খ বিভাগ : (৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি) ১ম স্থান- কাজী কাবীসা (প্রাপ্ত নম্বর ৫৩), ২য় স্থান সাফানা নামরীন হোসেন (প্রাপ্ত নম্বর ৫২.৫) ও ৩য় স্থান- তাসফিয়া ফাহমি (প্রাপ্ত নম্বর ৪৯) এবং গ বিভাগে (১৭ থেকে ২৫ বছর) ১ম স্থান- অর্পিতা দাস (প্রাপ্ত নম্বর ৪৯), ২য় স্থান- নাবিলা মেহজাবিন প্রাপ্তি (প্রাপ্ত নম্বর ৪২) ও ৩য় স্থান- মধুরিমা আচার্যী (প্রাপ্ত নম্বর ৪১.৫)
লোকসঙ্গীত প্রতিযোগিতা ক বিভাগ : (১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি) ১ম স্থান- সুভদ্রা চক্রবর্তী (প্রাপ্ত নম্বর ১৩৬), ২য় স্থান- প্রথমা বণিক (প্রাপ্ত নম্বর ১২৩) ও ৩য় স্থান- অনিন্দিতা পোদ্দার (প্রাপ্ত নম্বর ১০২)। খ বিভাগ : (৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি) ১ম স্থান- পুষ্পিতা দাস (প্রাপ্ত নম্বর ১৩২), ২য় স্থান ইফনাতুল নুশাদী (প্রাপ্ত নম্বর ১২৪) ও ৩য় স্থান- কাংখিতা বাইন (প্রাপ্ত নম্বর ১১৫) এবং গ বিভাগে (১৭ থেকে ২৫ বছর) ১ম স্থান- অর্পিতা দাস (প্রাপ্ত নম্বর ১৩৫), ২য় স্থান- নাবিলা মেহজাবিন প্রাপ্তি (প্রাপ্ত নম্বর ১২৬) ও ৩য় স্থান- মধুরিমা আচার্যী (প্রাপ্ত নম্বর ১১১)
সাধারণ নৃত্য প্রতিযোগিতা (লোক ও সৃজনশীল) ক বিভাগ : (১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি) ১ম স্থান- বর্ষা পাল (প্রাপ্ত নম্বর ৪৭), ২য় স্থান- সোহেলী খান ইরা (প্রাপ্ত নম্বর ৪০.৫) ও ৩য় স্থান- কৃত্তিকা সরকার (প্রাপ্ত নম্বর ৪০)। খ বিভাগ : (৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি) ১ম স্থান- রাত্রী কর্মকার (প্রাপ্ত নম্বর ৩৩.৫), ২য় স্থান মৃত্তিকা বিশ্বাস রাধিকা (প্রাপ্ত নম্বর ৩১) ও ৩য় স্থান- সুরঞ্জনা দত্ত কুহু (প্রাপ্ত নম্বর ৩০) এবং গ বিভাগে (১৭ থেকে ২৫ বছর) ১ম স্থান- দোলা দাস দেওয়ান (প্রাপ্ত নম্বর ৫৪), ২য় স্থান- আরিফ হোসেন (প্রাপ্ত নম্বর ৫৩) ও ৩য় স্থান- দেবশ্রী সাহা (প্রাপ্ত নম্বর ৩৯.৫)।
শাস্ত্রীয় নৃত্য প্রতিযোগিতা ক বিভাগ : (১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি) ১ম স্থান- স্নেহ নীলা খান ইরা (প্রাপ্ত নম্বর ৩২) ও ২য় স্থান- বর্ষা পাল (প্রাপ্ত নম্বর ২৭)। খ বিভাগ : (৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি) ১ম স্থান- মৃত্তিকা বিশ্বার রাধিকা (প্রাপ্ত নম্বর ৫০) ও ২য় স্থান সুরঞ্জনা দত্ত কুহু (প্রাপ্ত নম্বর ৪৫.৫) এবং গ বিভাগে (১৭ থেকে ২৫ বছর) ১ম স্থান- দোলা দাস দেওয়ান (প্রাপ্ত নম্বর ৫৩.৫), ২য় স্থান- দেবশ্রী সাহা (প্রাপ্ত নম্বর ৫০.৫) ও ৩য় স্থান- পিপল চন্দ্র দাস (প্রাপ্ত নম্বর ৪৭)।
একক আবৃত্তি প্রতিযোগিতা ক বিভাগ : (১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি) ১ম স্থান- রাইসা হোসেন (প্রাপ্ত নম্বর ৪৪), ২য় স্থান- তাসফিয়া আক্তার (প্রাপ্ত নম্বর ৪১) ও ৩য় স্থান- মিফতাহুল জান্নাত (প্রাপ্ত নম্বর ৩৯.৫)। খ বিভাগ : (৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি) ১ম স্থান- জান্নাতুল মাইশা (প্রাপ্ত নম্বর ৪৬), ২য় স্থান মাহজেবিন জান্নাত (প্রাপ্ত নম্বর ৪৪.৫) ও ৩য় স্থান- তাসফিয়া ফাহমি (প্রাপ্ত নম্বর ৪১) এবং গ বিভাগে (১৭ থেকে ২৫ বছর) ১ম স্থান- নবনীতা রায় চৌধুরী (প্রাপ্ত নম্বর ৩৮), ২য় স্থান- শামীম শেখ (প্রাপ্ত নম্বর ৩৪) ও ৩য় স্থান- রাওদাতুল জান্নাত (প্রাপ্ত নম্বর ২৭.৫)।
একক অভিনয় প্রতিযোগিতা ক বিভাগ : (১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি) ১ম স্থান- তাসফিয়া আক্তার (প্রাপ্ত নম্বর ৫১), ২য় স্থান- জাওয়াতা জারিন (প্রাপ্ত নম্বর ৪৪) ও ৩য় স্থান- সুপথীক দাস (প্রাপ্ত নম্বর ৩৬)। খ বিভাগ : (৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি) ১ম স্থান- সিদরাতুল মুনতাহা (প্রাপ্ত নম্বর ৩৪), ২য় স্থান হাবিবা তাসনিম অরিন (প্রাপ্ত নম্বর ৩৩) ও ৩য় স্থান- সাহেলা মেহজাবীন সোহা (প্রাপ্ত নম্বর ২৯) এবং গ বিভাগে (১৭ থেকে ২৫ বছর) ১ম স্থান- রবিউল প্রধানীয়া (প্রাপ্ত নম্বর ৩১) ও ২য় স্থান- প্রীতম ভৌমিক (প্রাপ্ত নম্বর ২৫)।