সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর কণ্ঠের অন্যতম সফলতা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন
মোঃ আবুল কালাম

চাঁদপুরের সর্বাধিক পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর কণ্ঠের সাথে আমার প্রায় ২৬ বছরের পথচলা। জাতীয় পত্রিকার মত জেলায় যে ক'টি পত্রিকা পাঠকপ্রিয়তা পেয়েছে, চাঁদপুর কণ্ঠ সেগুলোর অন্যতম। আমি দেখেছি পত্রিকাটি নানা প্রতিকূল অবস্থায় বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ও বন্যায়ও প্রকাশনা বন্ধ রাখেনি। এটি এ পত্রিকার জন্যে একটি কৃতিত্ব। এ ছাড়া শত প্রতিকূলতার মাঝেও তাদের নিয়মিত প্রকাশনা (শিক্ষাঙ্গন, চিকিৎসাঙ্গন, পাঠক ফোরাম ইত্যাদি) বের করে চলেছে। পত্রিকাটির অনেক সফলতার মধ্যে অন্যতম চাঁদপুর কণ্ঠ-পাঞ্জেরী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। এ প্রতিযোগিতার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী আজ চাঁদপুরকে দেশ-বিদেশে পরিচয় করিয়ে দিচ্ছে। এদের অনেকের মধ্যে আজ দুই জনের কথাই উল্লেখ করছি। এদের একজন সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোবাশ্বির কালাম নাহিন। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমবিএ (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পড়ছে ও বিশ্ববিদ্যালয়ের ডিবেট সোসাইটির অন্যতম সদস্য। সে ও তার দল আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় এবং চ্যাম্পিয়ন হয়। বিশেষ করে BDF-ILO National Debate Championship 2019 -এ তার দল চ্যাম্পিয়ন হয় এবং সে শ্রেষ্ঠ বিতার্কিক হয়। অন্যজন নাজমুল ইসলাম সূচীপাড়া ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের ডিবেট সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। সে বেশ ক'টি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এর মধ্যে স্নাতক/ স্নাতকোত্তর পর্যায়ে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতাণ্ড২০২২-এ অংশগ্রহণ, এ.টি.এন. বাংলার ডিবেট ফর ডেমোক্রেসির মঞ্চে বিতর্ক প্রতিযোগিতা করে তার দল জয়ী হয় এবং সে শ্রেষ্ঠ বিতার্কিক হয়। এরা উভয়ই চাঁদপুর কণ্ঠ-পাঞ্জেরী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলার উদীয়মান বিতার্কিক হিসেবে পুরস্কৃত হয়।

পরিশেষে পত্রিকাটি অতীতের ধারাবাহিকতায় সামনের দিনগুলোতে যুগ যুগ ধরে সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে যাবে-- প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভলগ্নে এটিই সবার ঐকান্তিক কামনা।

মোঃ আবুল কালাম : সহকারী অধ্যাপক ও বিশেষ প্রতিনিধি, দৈনিক চাঁদপুর কণ্ঠ, শাহরাস্তি, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়