প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০
‘চাঁদপুর কণ্ঠ’ পত্রিকা ১৭ জুন, ২০২৩ খ্রিঃ তারিখে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে ৩০(ত্রিশ) বছরে পদার্পণ করবে জেনে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সব সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী এবং এই পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আমি নিজে সংবাদপত্রে কাজ করেছি বলে বুঝতে পারি যে, একটি পত্রিকার সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে একেকটা দিন কতো চ্যালেঞ্জের মধ্যে পার করতে হয়। সে উপলব্ধির আলোকে বলতে পারি, একটি সংবাদপত্রের জন্যে যে কোনো মাইলফলক অতিক্রম করা অনেক তাৎপর্যপূর্ণ। আমার নিজ জেলা চাঁদপুরের প্রথম দৈনিক মুখপত্র ‘চাঁদপুর কণ্ঠে’র নিরবচ্ছিন্ন প্রকাশনার মধ্য দিয়ে আগামী ১৭ জুন ৩০ বছরে পদার্পণ করতে যাওয়াটাও তেমন গুরুত্বপূর্ণ। চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, প্রধান সম্পাদক কাজী শাহাদাত (যারা দুজন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি) এবং বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ (যিনি বর্তমানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি)-এর পৈত্রিক নিবাস আমার সংসদীয় এলাকার হাজীগঞ্জে। পত্রিকাটি সংবাদপত্রের অনুসৃত নীতিমালার আলোকে মানসম্মতভাবে প্রকাশ করার প্রয়াস চালাচ্ছে। সীমাবদ্ধতা ও সঙ্কট সত্ত্বেও নিয়মিতভাবে প্রকাশিত হওয়াটা পত্রিকাটির জন্যে একেবারে কম সাফল্য নয়।
চাঁদপুর জেলার প্রথম দৈনিক মুখপত্র হিসেবে পরিচিত চাঁদপুর কণ্ঠ পত্রিকা দীর্ঘ ২৯ বছর ধরে এই জেলায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বস্তুনিষ্ঠভাবে প্রচার করে আসছে। এ পত্রিকার মাধ্যমে এ অঞ্চলের মানুষ প্রকৃত ঘটনাসমূহ সম্পর্কে জানতে পারছে এবং এর ফলে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
অতীতের ন্যায় ভবিষ্যতেও সত্য প্রকাশে পত্রিকাটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। দেশ ও দেশের বাইরে নানা অপপ্রচার ও দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সচেতন করার ক্ষেত্রেও পত্রিকাটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেই লক্ষ্যে এ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়বদ্ধতা নিয়ে সক্রিয় পদক্ষেপ গ্রহণে সচেষ্ট থাকতে হবে।
এ দেশের অতি সাধারণ মানুষের জীবনের সুখণ্ডদুঃখ, আনন্দ-বেদনা ও আশা আকাঙ্ক্ষার কথাগুলো যেন এই পত্রিকাটির মাধ্যমে আমরা জানতে পারি সেদিকে বিশেষ খেয়াল রাখার আহ্বান জানাচ্ছি।
‘চাঁদপুর কণ্ঠ” পত্রিকার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যমণ্ডিত হোক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির প্রতিষ্ঠাতা, প্রকাশক, সম্পাদক, সাংবাদিক ও পাঠকসহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি
২৬৪, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা)
সভাপতি, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ