সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০

ভ্রমণপিয়াসী মানুষদের আকৃষ্ট করছে মোহনপুর পর্যটন
মাহবুব আলম লাভলু ॥

আগত পর্যটকরা নদীর ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকেই ঘুরছেন নৌকা, স্পীডবোট কিংবা ঘোড়ায়। অনেকে আবার নদীর পাড়ের বেঞ্চে বসে নদীর তীরে আছড়ে পড়া ঢেউ উপভোগ করছেন। ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত টিনেজ। এর সবগুলোই হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্রে।

ঢাকা বিভাগের শেষ ও চট্টগ্রাম বিভাগের শুরুতে অবস্থিত চাঁদপুরের মতলবে মোহনপুর পর্যটন লিমিটেড। মেঘনা নদীর পাড় ঘেঁষে নৈসর্গিক শোভা ও মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিন ছুটে আসেন পর্যটক। দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র মোহনপুর পর্যটন কেন্দ্রে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে হাজারো পর্যটক। এখানে রয়েছে মিঠা পানির বীচ। বীচে বসে প্রতিদিন জোয়ার-ভাটা দেখে অনেক আনন্দ পায় পর্যটক। নদীতে চলে সারি সারি নৌযান। জেলে ধরে মাছ। এ দৃশ্য ভ্রমণপিয়াসী মানুষদের আকৃষ্ট করছে।

মেঘনা নদীর কুল ঘেঁষে মোহনপুর পর্যটন কেন্দ্রের পাশাপাশি কৃত্রিম সব জীবজন্তু, খেলনা সামগ্রীসহ নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত পরিবেশে পরিবারের সাথে আনন্দে মেতে উঠছে শিশুরাও। পর্যটকরাও বলছেন, এখানে প্রাকৃতিক দৃশ্য সবাইকে মুগ্ধ করছে।

মোহনপুর পর্যটনকেন্দ্র উল্লেখযোগ্য বিনোদনের মধ্যে রয়েছে ইলিশের বড় প্রতিচ্ছবি, মিঠা পানির বীচ, শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্যে পার্ক, বিভিন্ন রাইড, থ্রি-স্টার ও ফাইভ-স্টার মানের হোটেল, রেস্ট হাউস, ক্যান্টিন, পিকনিক স্পট, নৌকা ভ্রমণ, মিনি শিশুপার্ক, রিভার ড্রাইভসহ খেলার মাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উন্মুক্ত মঞ্চ, মার্কেট, ওয়াচ টাওয়ার, প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তা।

ঢাকা থেকে আসা পর্যটক রুবিনা আক্তার বলেন, করোনার কারণে ঘরবন্দি হয়ে গেয়েছিলো পরিবার। বাচ্চা হাঁফিয়ে উঠেছে। পর্যটন কেন্দ্রে কর্মব্যস্ত মানুষেরা পরিবার-পরিজন নিয়ে একটু বিনোদনের জন্যে ছুটে আসেন। মোহনপুর পর্যটন কেন্দ্রটি ঢাকার কাছে হওয়ায় সহজেই চলে আসা যায়। এখানে এসে ভালোই লাগছে। বাচ্চা খুব মজা করছে।

পর্যটন কেন্দ্রটির পরিচালক কাজী হাবিবুর রহমান জানান, এখানে সব ধরনের দর্শনার্থীর ব্যাপক সমাগম ঘটে। বর্তমানে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মোহনপুর পর্যটন কেন্দ্র।

মোহনপুর পর্যটন লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক, ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, দেশবাসী এখানে আসবেন, পরিবার-পরিজন নিয়ে বিনোদন করবেন। পর্যটনের বিবরণ তুলে ধরে তিনি বলেন, এখানে রয়েছে মিঠা পানির বীচ। রয়েছে উন্নত মানের দ্যা শীপ ইন্ নামের রেস্টুরেন্ট। আরো রয়েছে উন্নতমানের কটেজ ও রিসোর্ট। শিশুদের জন্য রয়েছে থিমপার্ক। শিশুরা এখানে আসলেই আনন্দিত হবে। রয়েছে সৌন্দর্য্যবর্ধনের মনোরম বাগান ও লাভ গেইট। রয়েছে উন্নতমানের কফি শপ এবং মার্কেট। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো শক্তিশালী সিকিউরিটি গার্ড ব্যবস্থা। পর্যটন এলাকাজুড়ে রয়েছে হাই সিকিউরিটি ব্যবস্থা ও সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষক নিরাপত্তা। সবাইকে মোহনপুর পর্যটনে আসার জন্যে স্বাগত জানাই।

পর্যটকদের বাড়তি বিনোদনের জন্যে এখানে তৈরি হচ্ছে নানা স্থাপনা। আর শৈল্পিক এই নতুনত্বে আসবে আরও অসংখ্য পর্যটক। বাড়তি বিনোদনের পাশাপাশি ভ্রমণে আরও বাড়তি আনন্দ উপভোগ করতে পারবে পর্যটকরা--এমনটাই বলছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়