প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর তীরে ষাটনল পর্যটন কেন্দ্রটি অবস্থিত। এখানকার নদী পাড়ের সবুজে ঘেরা দীর্ঘ মাঠ, সারিসারি গাছ আর নদীর বুকে সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের খুবই আকৃষ্ট করে। চাঁদপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০০০ সালের ২৩ এপ্রিল ষাটনলে তিন মন্ত্রীর উপস্থিতিতে পর্যটন কেন্দ্রের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়। চাঁদপুর জেলা পরিষদ ১০০ একর ভূমির ওপর এখানে একটি পিকনিক স্পট নির্মাণ করে। এখানে রয়েছে বিশ্রামাগার, রন্ধনশালা ও ডাইনিং ভবন। এছাড়া স্বাস্থ্যসম্মত টয়লেট ও নলকূপ স্থাপন করা হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসে এই পর্যটন কেন্দ্রে।