বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ০০:০০

করোনা আক্রান্তদের জন্য হেল্প সেন্টার উদ্বোধন
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

দেশে করোনার ভয়াবহ পরিস্থিতিতে হাইমচর উপজেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীর জন্যে ফ্রি অক্সিজেন সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

১০ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় হাইমচর উপজেলা সদর আলগীবাজারে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক বলেন, করেনার ভয়াল থাবায় নাকাল সমগ্র বাংলাদেশ। চাঁদপুর জেলাসহ হাইমচর উপজেলায়ও ভয়াবহ পরিস্থিতি বিরাজমান। দেশের এ ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করোনা আক্রান্ত রোগীদের জন্য প্রতিটি জেলায় ওষুধ পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় হাইমচর উপজেলা বিএনপি অতিরিক্ত কিছু ওষুধ সংযোজন করে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করেছে।

তিনি আরও বলেন, করোনা হেল্প সেন্টার থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা ও ওষুধ বিতরণ করা হবে। কল পাওয়ার সাথে সাথে করোনা পজিটিভ রোগীর বাড়িতে অক্সিজেন সেবা চলে যাবে। প্রেসক্রিপশন দেখালেই হেল্প সেন্টার থেকে বিনামূল্যে ওষুদ সংগ্রহ করা যাবে।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আঃ রশিদ খান, উপজেলা যুবদল আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আঃ কাদের রাঢ়ী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুর রহমান আকাশ, যুগ্ম আহ্বায়ক সোলায়মান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওঃ আলাউদ্দিন আনসারী, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির লিটন, সদস্য সচিব মাজহারুল ইসলাম মেজর, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সবুজ হোসাইনসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়