সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:০০

চাঁদপুর কণ্ঠের ৩০ বছরে পদার্পণ যুগপৎ আনন্দ ও গৌরবের বিষয়
মোঃ মাকসুদুল হক বাবলু

‘চাঁদপুর ভরপুর জলে স্থলে, মাটির মানুষ আর সোনা ফলে’

ঐতিহ্যবাহী ও ইতিহাস সমৃদ্ধ এই চাঁদপুর থেকে প্রকাশিত চাঁদপুর কণ্ঠের ৩০ বছরে পদার্পণ যুগপৎ আনন্দ ও গৌরবের বিষয়। মফস্বল থেকে একটি দৈনিক পত্রিকা এতোদিন প্রকাশিত হওয়া খ্বুই বিস্ময়কর ঘটনা। প্রাণপণ সংগ্রাম, হাসিমুখে কষ্টকে গ্রহণ ও বিশাল পাঠকের নিকট গ্রহণযোগ্যতা পাওয়ায় এ পত্রিকাটি শনৈঃ শনৈঃ অগ্রযাত্রা বজায় রাখতে সক্ষম হয়েছে। তাই ২৯ বছর পূর্তির আনন্দঘন মুহূর্তে পত্রিকার আশানুরূপ সাফল্যের জন্য গুণী সম্পাদক, প্রধান সম্পাদক ও চাঁদপুর কণ্ঠের জেলা, উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের জন্যে অনেক অনেক শুভেচ্ছা।

চাঁদপুর কণ্ঠ প্রকৃতই চাঁদপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক। চাঁদপুরের তরতাজা খবরসহ প্রত্যন্ত অঞ্চলের সমস্যা, সমাজপতিদের নির্যাতনের চিত্র প্রতিনিয়তই তুলে ধরা হয়েছে। সম্পাদকীয় কলামে চলতি ঘটনার সরব আলোচনা পাঠকদের তীক্ষè নজর কেড়েছে। সংবাদ প্রকাশনার পাশাপাশি পত্রিকাটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত করেছে। বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকসহ সামাজিক ব্যাধি দূরীকরণে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। বিভিন্ন সময়ে প্রকাশিত বিশেষ সংখ্যা, সাক্ষাৎকার, সাহিত্য পাতা, শিক্ষাঙ্গন, পাঠক ফোরাম, কৃষিকণ্ঠ, ক্রীড়াকণ্ঠ, সুচিন্তা, শিশুকণ্ঠ, চিকিৎসাঙ্গন, ইসলামী কণ্ঠ প্রভৃতি প্রকাশনা করে অসংখ্য পাঠকের অকুণ্ঠ ভালবাসা অর্জন করেছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা জ্ঞানী-গুণীদের সংবর্ধনা প্রদান করে আমাদেরকে জ্ঞানী-গুণীর সংস্পর্শে আসার বা তাদের সম্বন্ধে জানার সুযোগ করে দিয়েছে।

প্রতিটি উপজেলাসহ জেলা সদরে বিতর্ক অনুষ্ঠান (ইংরেজিসহ) আয়োজন করে তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে গড়ে তোলার প্রয়াস রেখেছে চাঁদপুর কণ্ঠ। পত্রিকাটির কাছে জনগণের প্রত্যাশাও অনেক। নেতিবাচক সংবাদ প্রকাশনা, বীভৎস ছবি প্রকাশ পরিহার করতে হবে। নির্ভুল বানানের ব্যাপারে সজাগ থাকতে হবে। দায়িত্বশীলতার সাথে মাটি ও মানুষের সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরতে হবে। সংবাদ পরিবেশনায় কখনও পক্ষে, কখনো বিপক্ষে নয়, সত্যের পথে অবিচল থাকতে হবে। জেলার সাংবাদিকদের প্রশিক্ষণ ও নতুন সাংবাদিক তৈরিতে ভূমিকা রাখতে হবে। আরো বেশি করে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সংবাদ ও অনুসন্ধিৎসু সংবাদ ছাপাতে হবে। বিতর্ক অনুষ্ঠান পুনরায় চালু করতে হবে।

পরিশেষে চাঁদপুর কণ্ঠের জন্যে নিরন্তর শুভ কামনা।

লেখক পরিচিতি : শিশু সংগঠক, সভাপতি, কচি-কাঁচা কমপ্লেক্স, মতলব দক্ষিণ, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়