শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:০০

শুভেচ্ছা বাণী
অনলাইন ডেস্ক

পত্রিকার মানের জন্যে পত্রিকার মালিক কিংবা মালিকপক্ষের রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পৃক্ততা একটি বড় ফ্যাক্টর হয়ে কাজ করে। এদিক থেকে বিবেচনা করলে তুলনামূলকভাবে চাঁদপুর কণ্ঠ নিরপেক্ষ থাকায় সচেষ্ট রয়েছে।

কোনোরকম পক্ষপাতিত্ব না করে দৈনিক চাঁদপুর কণ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে। এ পত্রিকার সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়টি উল্লেখ করার মতো। দৈনিক চাঁদপুর কণ্ঠে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়, সেসব পাঠ করে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যায়। এ পত্রিকা ছবির তুলনায় সংবাদ প্রকাশকে বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। দৈনিক চাঁদপুর কণ্ঠের এ বৈশিষ্ট্য আমার ভালো লাগে। এ পত্রিকায় তুলনামূলক বেশি খবর প্রকাশিত হয়। এসব কারণে আমি দৈনিক চাঁদপুর কণ্ঠ নিয়মিত পড়ি।

আমি যতটা জানি, চাঁদপুর কণ্ঠ নীতির সঙ্গে কখনই আপস করেনি। পত্রিকাকে অনেকেই বলে থাকেন সমাজের দর্পণ। ত্রিশ বছরে পা দিয়েছে চাঁদপুর কণ্ঠ। এই বয়সে পত্রিকাটিকে স্বাগতম। আমি আশা করবো, পত্রিকাটির দৃষ্টি আরও পরিব্যাপ্ত হবে, অন্যায়-অবিচার-দুর্নীতি-অধিকারহীনতার বিপক্ষে এর অবস্থান আরো দৃঢ় হবে। মানুষের পক্ষে আরও প্রত্যয়ী হবে এর কণ্ঠ।

দৈনিক চাঁদপুর কণ্ঠের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম বর্ষে পদার্পণে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

বি.এইচ.এম. কবির আহম্মেদ

চেয়ারম্যান, উপজেলা পরিষদ

সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ

মতলব দক্ষিণ, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়