প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ০০:০০
সোনালী সুদিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বাবুরহাটসহ আশ-পাশের এলাকায় দীর্ঘ মেয়াদী কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করা হয়। বাবুরহাট বাজারের ব্যবসায়ী ও এ বাজারে আগত ক্রেতাসাধারণ এবং পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। উক্ত মাস্ক বিতরণ কার্যক্রমের সূচনা করেন চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি। সমাজসেবক ও শিক্ষানুরাগী কাউছার আহমেদ সোহাগ পাটোয়ারীর অর্থায়নে এবং সংগঠনের উপদেষ্টা ও বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদুর রহমান মাসুদের তত্ত্বাবধায়নে উক্ত মাস্কগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনালী সুদিন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি এমএ হানিফ, সদস্য মেহেদী হাসান তারেক, ওসমান গনি সজল, অংকুর চন্দ্র বিশ্বাস, মোঃ আবু সোহান, মোঃ সিরাজ মিজি প্রমুখ।
উল্লেখ্য, করোনার এই মহামারীর সময় সোনালী সুদিন সংগঠনের পক্ষ থেকে মাস্ক বিতরণ, সামাজিক সচেতনতামূলক প্রচারণা, স্যানিটাইজার ছিটানো, ধানকাটা, রাস্তায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন, কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা, রোগীদের সেবাসহ সেবামূলক কাজ করা হচ্ছে বলে সংগঠনের সভাপতি জানান।