প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
১) এহি এলতেজা তুজছে খোদায়ে দোজাহাঁ মেরী
কেহু-কুরবা তেরে মাহবুব কে কদমোঁ পে জাঁ মেরী।
২) তেরী চৌকাঠ মেরা কিব্লা তেরা কুচাহ্ জানা মেরী
মেরা ঈমান তেরা এশ্ক তেরা যিকরে জাঁ মেরী।
৩) না-ছম্জে আহলে জাহের দূর মুঝুকু মেরে মাওলা ছে
পড়া হু বাঙ্গালামে লেকিন মদীনে মে হ্যায় জাঁ মেরী। ৪) উলুয়ে শান মে তেরী, মেরা এদরাক আজেজ হ্যায়
তেরে আওছাফ মে আয় শাহ্ কাছের হ্যায় জবা মেরী।
৫) কিয়া হ্যায় তেরী চশমে মাস্ত নে মাদহুস আলম কু
এদহার বিহি এক নজর ছদ্কে তেরে কদমো পে জাঁ মেরী।
৬) কবহি তু রহম আ-জায়ে খোদাকে লাড লে কু বিহি
আছর ইত্না তো দেখলাদে মুজহে আহ্ ওফ্গাহ মেরী। ৭) ফানা হ্যায় চারইয়ারে পাকমে হার লেহেজা রেহেতাহু
এহি তেগ ও ছফর মেরী, এহি তির ও কামা মেরী।
৮) কলিজা শাক্ হু জাতা হ্যায় নায়াতে মোস্তফা (দঃ) ছোন্কার
মেরে আশয়া'র হ্যায় মুনকের কে হক মে বরছীয়া মেরী। ৯) গরজ মুজকু না রেজওয়া ছে না খোলদে পাক ছে মতলব
তেরে কদমোঁ মে জান্নাত হ্যায় ইহাঁ মেরী ওহাঁ মেরী
১০) নবীকা মাদাহ্ খাওয়াহু, মেরী বখশিস মে তামেল কিয়া
মেরী হুরি মেরা গেলমাঁ মেরা কাউসার জানাঁ মেরী। ১১) তেরে রওজাহ্ পে হারদম দেল মেরা কুরবান রাহ্তা হ্যায়
তেরে কুচে কা কারতি হ্যায় তাওয়াফ আয় দোস্ত জাঁ মেরী।
১২) খোদারা হক নোমা জালোয়া দেখা দিজিয়ে শাহে খোবা বহুত মুদ্দাত ছে হায় বেতাব চশমে খোঁ ফাসাঁ মেরী।
১৩) আবেদ কয়েদ মে হ্যায় দুশমনে দ্বীন কি তু গম হ্যায়
আব্হি কাটতি হ্যায় শাহে দি জু চাহে বেড়িয়া মেরী।
* (ক্রোড়পত্রের সম্পূর্ণ লিখা দরবার শরীফ থেকে প্রকাশিত ইছলাহে মাশায়েখ, ছাবিলুন নাজাত, তারিকুস সালিক ও খাজিনাতুল ওযায়িফ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে)।
প্রকাশনায় : এএইচএম আহসান উল্লাহ আবেদী, খাদেম, ইমামে রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর।