প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও ছারছীনার মরহুম পীর ছাহেব (রহ.)-এর ঈসালে সওয়াব মাহফিল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুমিনের জন্যে আনন্দের, আর কারো জন্যে দুঃখের
-----ছারছীনার পীর ছাহেব
চাঁদপুরে জমইয়াতে হিযবুল্লাহর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন ও ছারছীনা মরহুম পীর ছাহেব আল্লামা শাহ মোহাম্মদ মোহেববুল্লাহ রহ.-এর ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার বাদ আসর চাঁদপুর পৌরসভার খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্স ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্যে আনন্দের, আর কারো জন্যে দুঃখের। তামাম নবীদের মধ্যে আখেরি নবীকে আল্লাহ মিরাজে নিয়েছেন। নবীজী আমাদের শাফায়াতকারী। নবীজীকে মহব্বতের কারণে ওয়াসকরুনি নবীজীর জুব্বা পেয়েছেন। নবীজী কে যদি ভালোবাসতে পারি, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়। তিনি আরো বলেন, মুখের চাটাম দিয়ে দুনিয়ায় চলা যায়, কবরে নয়। কবরে ঈমান নিয়ে আমল করে যেতে হয়। মুসলমান হবে আল্লাহমুখি।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পীর ছাহেব হুজুরের ছোট ছাহেবজাদা ও জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির মাওঃ শাহ্ আবু বকর মোঃ নেছারুল্লাহ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও জমইয়াতে হিযবুল্লাহর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, পীর ছাহেব হুজুরের সফরসঙ্গীগণ মাওঃ মোঃ হেমায়েত বিন তৈয়্যব, মাওঃ মহিবুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খানের সঞ্চালনায় চাঁদপুর দারুস সুন্নাত সালেহীয়া দুনিয়া মাদ্রাসার ছাত্ররা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও গজল পরিবেশন করেন। এছাড়া মাদ্রাসার ১৪ জন হাফেজে কোরআনকে পাগড়ী প্রদান করেন প্রধান অতিথি। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন পীর ছাহেব।