শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মতবিনিময়

চাঁদপুরের শিক্ষাব্যবস্থা ভালো করতে না পারলে অন্য জেলার সাথে টিকে থাকতে পারবেন না

-------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরের শিক্ষাব্যবস্থা ভালো করতে না পারলে অন্য জেলার সাথে টিকে থাকতে পারবেন না

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, শিক্ষকদেরকে তাদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তারা এমন কাজ করবে না, যাতে পরে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হয়। আমি চাঁদপুরে এসে শুনেছি অনেক শিক্ষক নেতার কারণে এ জেলার শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে একজন শিক্ষক আমার কাছে এসেছেন। তিনি বলেছেন তাকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেয়া হচ্ছে না। আমি বলেছি নিশ্চয়ই আপনি এমন কোনো কাজ করেছেন অথবা আপনার মধ্যে ত্রুটি আছে যে কারণে শিক্ষার্থীরা আপনাকে প্রতিষ্ঠানে যেতে বাধা দিচ্ছে। কারণ অন্য শিক্ষকদের বাধা দিচ্ছে না। আমি বলবো আপনি রাজনীতিতে এমনভাবে সম্পৃক্ত হবেন না যাতে আপনার সমস্যা হয়।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনি মত প্রকাশ করতে পারেন, ভোটও দিতে পারেন এটি একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে পেশাদারিত্ব বজায় রাখলে সমাজে আপনার গুরুত্ব থাকবে, চাকরিও নিরাপত্তাহীনতায় ভুগবে না। আপনাদের মর্যাদা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, আপনারা যে-সব সমস্যা তুলে ধরেছেন, এসব বিষয় নিয়ে কাজ করতে পারবো। চাঁদপুরের শিক্ষা ব্যবস্থা ভালো করতে না পারলে অন্য জেলার সাথে টিকে থাকতে পারবেন না। আপনাদের সংগঠনে যেখানে নেতৃত্ব দেয়া দরকার সেখানে দিবেন। কিন্তু প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন। আপনাদের নামের পূর্বে শিক্ষক লেখা থাকে। আমার চাইতে আপনাদের সম্মান ও মর্যাদা অনেক বেশি।

শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি এবিএম শাহ আলম টিপু, সাধারণ সম্পাদক মোঃ সফিউল্যাহ সরকার, যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম ও মোহাম্মদ শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ মকবুল আহমেদ।

উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শোয়েব আহমেদ, মোঃ জসীম উদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য মোঃ লিয়াকত হোসেন, মোঃ মাসুদ আলম, মোঃ জাহাঙ্গির হোসেন, আলী আহম্মদ খান, মোঃ বাশেদুর রহমান ও আব্দুল্লা আল-আমীন প্রমুখ।

মতবিনিময় শেষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়