প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০
দরিদ্র মহিলাদের ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে
জাতীয় সংসদে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী বেগম সিমিন হোসেন (রিমি) জানিয়েছেন, গত ১৫ বছরে গ্রামীণ দরিদ্র মহিলাদের মধ্যে ১৩০ কোটি টাকার ঘূর্ণায়মান ঋণ বিতরণ করা হয়েছে।
১০ জুন সোমবার বিকেলে সংসদের বাজেট অধিবেশনে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের বিভিন্ন এনজিওর ঋণে দায়গ্রস্ত মহিলাদের উদ্ধার ও পুনর্বাসন করতে সরকারের নেওয়া পদক্ষেপ কী এবং পদক্ষেপের বাস্তবায়ন অগ্রগতি ও প্রাপ্ত সফলতা কী, প্রশ্নে মন্ত্রী এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন।
বেগম সিমিন হোসেন (রিমি) জানান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দেশের মহিলাদের কর্মসংস্থান ও পুনর্বাসন করতে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। মহিলাদের আত্মণ্ডকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম এই কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মধ্যে আয়বর্ধক কর্মসূচি, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা গরু ছাগল মোটাতাজাকরণ ইত্যাদি কাজে ঋণ দেওয়া হয়। কর্মক্ষম স্বামী পরিত্যক্তা ও বিধবা জেলা-উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার বরাবরে আবেদন করতে পারেন। ঋণ গ্রহীতাদের কাছ থেকে কোনো সুদ আদায় করা হয় না। তবে ৫ শতাংশ হারে সার্ভিস চার্জ নেওয়া হয়।
গত ১৫ বছরের (২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪) সাফল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, অর্থবছরের এপ্রিল পর্যন্ত এ খাতে মোট বরাদ্দ ছিল ২৯ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। উল্লিখিত বরাদ্দ দিয়ে এখন পর্যন্ত এক লাখ ২৪ জন গ্রামীণ দরিদ্র মহিলাদের মধ্যে ১৩০ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার টাকা ঘূর্ণায়মান ঋণ বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত ঘূর্ণায়মান বিতরণ করা ঋণ থেকে আদায়ের পরিমাণ ১০৭ কোটি ৩৫ লাখ ৮ হাজার, আদায়ের হার ৮২.১৭ শতাংশ। সূত্র : জাগো নিউজ।