বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০

মেয়র ও কাউন্সিলদের দায় ভোটারদের প্রতি : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব লায়ন মোঃ আরিফ উল্লাহ সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন। ১২ আগস্ট শনিবার বেলা ১১টায় পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ দায়িত্বভার বুঝে নেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল এমপি।

ছেংগারচর পৌরসভার সাবেক প্রশাসক ও ইউএনও (ভারপ্রাপ্ত) আল ইমরান খানের সভাপতিত্বে এবং পৌরসভার সাবেক সহায়ক মোঃ রেফায়েত উল্লাহ দর্জির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেয়র আলহাজ্ব লায়ন মোঃ আরিফ উল্লাহ সরকার।

প্রধান অতিথি অধ্যাপক ড. শামসুল আলম বলেন, মেয়র ও কাউন্সিলরদের দায় ভোটারদের প্রতি। ভোটারেরা ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করেছেন। আওয়ামী লীগের মাঝে কিছুটা অনৈক্য থাকলেও নির্বাচনের সময় তারা যে ঐক্যবদ্ধ হয়ে যায় ছেংগারচর পৌরসভা নির্বাচনে তা আরেকবার প্রমাণিত হলো। যার ফসল ছেঙ্গারচর পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আরিফ উল্লাহ সরকারের বিপুল ভোটে জয়লাভ।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

বিশেষ অতিথি আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেন, আগামী দিনে বাংলাদেশ শেখ হাসিনার কাছে নিরাপদ। শেখ হাসিনা যখনই এ দেশের ক্ষমতায় এসেছেন দেশের উন্নয়নে কাজ করেছেন। দেশের উন্নয়নের স্বার্থে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তার জন্যে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বিজয় নিশ্চিতের জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশ আজ উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। স্মার্ট বাংলাদেশ যখন গড়ার পথে, ঠিক তখনই বিএনপি-জামাত সন্ত্রাস-জঙ্গিবাদ অপরাজনীতি করে বার বার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে পেছন থেকে টেনে ধরছে। এদের রুখতে হবে। মানুষের আস্থা-বিশ্বাস হারিয়ে জ্বালাও-পোড়াও করছে বিএনপি।

মেয়র আলহাজ্ব লায়ন মোঃ আরিফ উল্লাহ সরকার তাঁর বক্তব্যে নির্বাচনী ওয়াদা পালনে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া তাঁকে মেয়র হিসেবে নির্বাচিত করায় ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আদর্শ-আধুনিক পৌর শহর হিসেবে গড়ে তোলার জন্যে সকলের দোয়া চেয়েছেন। তিনি বলেন, আমি পৌরবাসীর সেবক হতে চাই। নির্বাচনের সময় আমি একটি ইস্তেহার ঘোষণা করেছিলাম। আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো এবং যেসব সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছি, আমি আগামী ৫ বছর চেষ্টা করবো সেই প্রতিশ্রুতি মতো কাজ করতে।

এ সময় ছেংগারচর সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। গত ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব লায়ন মোঃ আরিফ উল্লাহ সরকার মেয়র নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়